আমাদের কথা খুঁজে নিন

   

কাকে ভোট দিবো আমি???

স্বপ্ন দেখি কিন্তু স্বপ্নে বাস করি না । ছোটো বেলায় আব্বু-আম্মু যখন ভোট দিতে যেতো তখন ভেবে ভেবে অস্থির হতাম আমি কবে ভোট দিবো। আব্বুর সাথে ভোট দিতে যাওয়ার কিছু স্মৃতি ও মনে আছে। ভোট দেয়ার পর আঙুলে নীল কালির দাগ দিয়ে দিতো। আমিও নখে কালির দাগ লাগাতাম।

খুব উত্তেজিত হতাম। আজ আমি বড় হয়েছি। ভোটার ও হয়েছি। ভোট দেয়ার সময় এসেছে। কিন্তু আজ আমি অনেক বেশি দ্বিধান্বিত।

দ্বিধান্বিত কাকে ভোট দিবো তা ভেবে। আমি অবাক হয়ে যাই আমাদের দেশের দুই নেত্রীর আর প্রধান দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের কর্মকান্ড দেখে। যেমন জেদি তেমনি স্বার্থপর। নিজেদের কথা ছাড়া তাদের ভাবার আর কিছু নাই। দেশ রসাতলে যাক নাহয় সাগর তলে যাক তারা নিজেদের আখেঁর গোছাতে ব্যস্ত।

কিভাবে এক দল আরেক দল কে দাবিয়ে উপরে উঠবে তারই প্রতিযোগীতা চলে এদেশে। আর আমরা সাধারন জনতা বসে বসে তামাশা দেখি। মাঝরাতে টেলিভিশনে টকশো তে দেশের স্বনামধন্য ব্যক্তিদের কথপোকথন শুনে মনে মনে আশার প্রহর গুনি। কিন্তু আসলে ফলাফল কি হবে তাও মোটামুটি সবাই জানে। দেশ আমাদের।

কিন্তু দেশ নিয়ে আমাদের দায়িত্ব ওই কর দেয়া পর্যন্তই। ১৫ কোটি মানুষ এর ভিতর ৭ লাখ মানুষ কর দিয়ে আমরা দেশের প্রতি দায়িত্ব পালন করি। হায়রে শ্বাশ্বত দেশপ্রেম আমাদের। নিজেদের দেশ আমরা গুটি কয়েক মানুষের হাতে দিয়ে ভাবি দেশ তো চালাবে তারা। কিন্তু আমরা ভুলে যাই আমাদের দেশ কিন্তু শুধু শেখ মুজিবুর রহমান বা জিয়াউর রহমান একা স্বাধীন করেননি।

লাখ লাখ বাঙালির রক্তের বিনিময়ে আমাদের এ দেশ স্বাধীন হয়েছিল। সে দেশ আমরা কাদের হাতে ছেড়ে রেখেছি??????? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।