আমাদের কথা খুঁজে নিন

   

"কাকে ভোট দিব ?"

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

সিদ্ধান্ত নিয়েছি খুব ভেবে চিন্তে নাগরিক অধিকারটা কার্যকর করব । খুশি মনে যাকে যোগ্য মনে করব তাকেই ভোট দিব । কিন্তু যতোই ভাবছি ততই ভাবনার চোরাবারিতে নিমজ্জিত হচ্ছি । যখন যেই দল রাষ্ট্রপ্রধান হচ্ছেন তারা নিজেদের আর্থিক আখের গোছানোয় ব্যস্ত হয়ে আছেন ।

ভুলে যাচ্ছেন দেশের কথা দেশের জনগণের কথা । আর যিনি বিরোধী দলে থাকছেন তিনি আন্দোলন, হরতাল করে জন জীবন দূর্বিসহ করে তুলছেন । দোকান পাট ভাঙচুর করে দেশে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনছে । ক্ষোভ বিক্ষোভ করে গাড়ী ভাঙচুর করে ব্যবসায়ী জাহাঙ্গীরের মতো শত শত জাহাঙ্গীর কে মৃত্যুর কোলে ঠেলে দিয়ে তাদের পরিবার কে করছেন সর্বশান্ত । ১৯৭১ সালে যারা প্রাণের বিনিময়ে সোনার বাংলাদেশ গড়ার পথ সুগম করেছিলেন তাদের অধিকাংশই আজ দৈন্যদশায় দিনযাপন করছেন ।

আর জাতীয় দুশমন, দেশের শত্রু, রাজাকার, আল বদর, আল শামস্ দের হাতে রক্তের বিনিময়ে অর্জিত পতাকা । যারা দেশ স্বাধীন করার প্রধান দায়ীত্বে ছিলেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে । আজ ৩৩ বছর হতে চলল কিন্তু কোন সুষ্ঠু বিচার হল না । প্রতি বছর বাজেটের একটি বিরাট অংশ চিকিৎসাখাত উন্নয়নের জন্য ব্যয় হয় । তারপরেও কেন দেশের চিকিৎসার মান উন্নয়ন হয় না ? এবং এই মানের চিকিৎসার উপর বিগত বা চলমান রাষ্ট্র পরিচালনাকারীদের আস্থা নাই কেন ? আস্থাই যদি না থাকে তবে কেন এর পিছনে বাজেটের অংশ ব্যয় হয় ? আর অনাস্থার মধ্যে সাধারন জনগণকে ঠেলে দেয় ।

সামান্য বৃষ্টি হলেই রাজধানী সহ রড় রড় জেলা শহরগুলি তলিয়ে যাচ্ছে । রাস্তাঘাটের চরম র্দুদশা । বিগত বছর গুলিতে যারা দেশ মাত্রিকার ও সেই মাত্রিকার সন্তানদের দায়ীত্ব নিয়েছিলেন সেই সব রাজা, রানী, রাজপুত্রগণ কাঙালের গম, চাল, টিন চুরি করে তাদের হস্ত সমস্ত করেছিলেন । পরবর্তীতে যিনি সেই আসন গ্রহণ করবেন তিনি যে পূর্বসরীদের অনুসরণ করবেন না তার নিশ্চয়তা কতটুকু ? কে হবেন আমাদের প্রতিনিধি ? কাকে আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি বানাব ? রামকে? নাহ্ ! রাম দূর্নীতিবাজ, চাঁদাবাজ, জাতীয় শত্রুদের পৃষ্ঠপোষক । সামকে ? নাহ্ সেও দূর্নীতিবাজ ।

তাহলে যদু ? ধুর ! ওতো মিথ্যাচারী, লম্পট, প্রতারক, স্বৈরাচারী বলে খ্যাত । অবশিষ্ট রইল তাহলে মধু । মধুকেই ভোট দাও । অসম্ভব ! মধু দেশের স্মরণকালের সবচেয়ে বেশি হরতাল ডেকেছে । যে প্রার্থী বা তার সমর্থনকারী হরতাল করে দোকানপাট, গাড়ী ভাঙচুর করে দেশের অবক্ষয় ডেকে এনেছে, সে তো প্রতিনিধি হওয়ার অযোগ্য বলে আমি মনে করি ।

তার নিজের সমর্থনকারীদের যে নিয়ন্ত্রণ করতে পারে না সে দেশের জনগণকে কি করে নিয়ন্ত্রণ করে দেশ পরিচালনা করবে ? তাহলে কে হবেন আমাদের প্রতিনিধি ? কে এই বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিনত করার জন্য আমাদের পথ দেখাবেন ? কাকে ভোট দিয়ে আমাদের রাজ আসনে বসিয়ে তুলে দিব তার হাতে আমাদের রক্তার্জিত সবুজ পতাকা ? কাকে ? কাকে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।