আমাদের কথা খুঁজে নিন

   

শফিক রেহমানের ‘দুর্নীতির’ প্রতিবেদন

বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য লন্ডনের রেডিও স্পেকট্রামের মাধ্যমে অর্থ সংগ্রহ এবং এর ব্যয়ের বিষয়ে একটি প্রতিবেদন দিতে যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনারকে নির্দেশ দেওয়া দিয়েছে আদালত। রেডিও স্টেশনটির মালিকদের মধ্যে শফিক রেহমানও রয়েছেন। এ বিষয়ে স্কটল্যান্ড ইয়ার্ডের তদন্তের বর্তমান অবস্থাও হাইকমিশনারকে জানাতে বলেছে আদালত। তলবের আদেশে জিয়া ও কামরুল হাজির হওয়ার পর ১৬ মে শুনানি চলাকালে সরকারি আইন কর্মকর্তা বলেন, শফিক রেহমানও এভাবে প্লট পেয়েছেন। এরপর যায়যায়দিনের সাবেক সম্পাদককে তলবের আদেশ হয়।

মঙ্গলবার শুনানিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, প্লট নেওয়া ছাড়াও বন্যার্তদের জন্য লন্ডনে অর্থ তুলেছিলেন শফিক রেহমান, যে অর্থ বাংলাদেশে আসেনি। এরপর ওই বিষয়ে প্রতিবেদন দিতে লন্ডনের হাইকমিশনারকে বলা হয়। আলতাফ হোসেন বলেন, “লন্ডনভিত্তিক রেডিও স্পেকট্রামের মাধ্যমে শফিক রেহমান বাংলাদেশের বন্যার্তদের জন্য অর্থ সংগহ করেন। ওই রেডিও’র মালিকদের একজন শফিক রেহমান। কিন্তু পরে ওই টাকা বাংলাদেশের মানুষের কাছে আসেনি।

” সূত্রঃ এখানে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।