আমাদের কথা খুঁজে নিন

   

ক্যামেরা বিশারদরা হেল্পান প্লিজ। লাস্ট কল। কালই কিনে ফেলবো

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। ভাই, আল্লাহর রহমতে আগামিকাল ক্যামেরা কিনতে যাচ্ছি। ৪৮,০০০ মত পড়তেছে। মডেল ডি ৩১০০ এখন, কথা হল, দোকানে যেয়ে ক্যামেরা কেনার সময় কি কি জিনিস দেখবো? আমি বলতে চাচ্ছি, যে জিনিসটা আমি কিনতে যাচ্ছি, সেটা ঠিক বা ভালো আছে কিনা আমি কিভাবে বুঝব ?? মাউস কেনার সময় যেমন কম্পিউটারে লাগিয়ে টেস্ট করে নিয়ে আসি, ওরকম কোনও কিছু দেখার আছে কিনা? একবার এক আপু ব্লগ এ লিখেছিলেন, ক্যামেরা বাসায় আনার পর দেখেন, ছবি তোলার পর ছবিতে লাল ডট দেখা যায়। এসব সমস্যা জাতে না হয়, সেজন্য কি কি দেখতে হবে, একটু জানালে উপকৃত হতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.