আমাদের কথা খুঁজে নিন

   

অবৈধ লেগুনা স্টেশন, ট্রাফিকের ধমকে যানজট নিরসন।

মহাখালী রেল গেইটের পশ্চিম পাশে গতকয়েকদিন যাবৎ অবৈধ লেগুনা স্টেশন গড়ে উঠেছে। রাস্তার মাঝখানে গড়ে উঠা এই লেগুনা স্টেশনের কারনে মহাখালী থেকে ফার্মগেইট যাওয়ার পথে অতিরিক্ত জ্যামের সৃষ্টি হচ্ছে। আর এর প্রভাব পড়ছে রেলগেইট ও আমতলী সিগন্যানে। মোহাম্মদপুর ও ফার্মগেইট গামী লেগুনার হঠাৎ গড়ে উঠা এই স্টেশন সম্পর্কে জানতে চাইলে সেখানের কর্তব্যরত ট্রাফিক পুলিশ শামছুল হক বলেন, এই লেগুনা গুলোর বেশির ভাগেরই কোন বৈধ কাগজপত্র নেই। আর এই নিয়ে প্রশাসনেরও কোন মাথা ব্যাথা নেই, তাই ধমক-ধামক দিয়ে যেটুকু নিয়ন্ত্রন করা যায়।

এই অবৈধ লেগুনা স্টেশনের কারনে মানুষের যানজট ভোগান্তিতে নতুন মাত্রা যোগ করেছে। এই অবৈধ স্টেশন উচ্ছেদ এবং সাধারন মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। গোপন কথা: ঐ ট্রাফিক পুলিশ আমাকে বললেন যে, ভাই আমরাও কিন্তু অসহায়। কারন আমরা তো প্রশাসন মেনে চলতে হয়, প্রশাসন কিছু না বললে আমরা কিছু করতে পারি না। জানি এটা খারাপ হচ্ছে কিন্তু কি করার আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.