আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব আল হাসানকে নিয়ে কলকাতার এক ক্রিকেটপ্রেমী কি মন্তব্য করেছে দেখেন! সাকিব আল হাসান নাকি বল করতে জানে না............

জসীমউদ্দীন,বালুখালী,রাঙ্গামাটি। প্রথম আলো পত্রিকার "সাকিবের অলরাউন্ড নৈপুণ্য" শিরোনামের রিপোর্টে কলকাতার এক পাঠক মন্তব্য করেছেন। মন্ত্যব্যটি " SUKHEN OJHA (Kolkata) ২০১২.০৫.২০ ১৩:০১ সাকিবকে আর না নেওয়া উচিত হবে কলকাতার । কারন ব্যট পারলেও বল করতে পারেনা সাকিব। কাল পুনা ছিল বলে বেচে গেছে।

আরো ভাল খেলোয়ার আছে কলকাতার টিমে। " মি: সুখেন এর এই মন্তব্য এর প্রেক্ষিতে জানাচ্ছি, সাকিব একমাত্র প্লেয়ার যে কিনা এবারের আইপিএল এর প্রতিটি ম্যাচেই উইকেট পেয়েছেন। সাকিব যতটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে প্রতি ম্যাচেই উইকেট নিয়েছে। এমনকি নারিনও সব ম্যাচে উইকেট পায়নি। আর আপনি বলছেন সে বল করতে পারে না।

২+১+১+৩+১+২=১০ উইকেট। মরকেলের ১৫ ম্যাচে ২৫ উইকেট। সাকিব যদি সবকয়টি ম্যাচ খেলার সুযোগ পেত উইকেট শিকারে প্রথম ২/৩ জনের মধ্যেই থাকতো। সাকিব এবারের আইপিএল এ ৬ ম্যাচে মোট ২৩ ওভার বল করে গড়ে ৫.৮২ রান খরচে নিয়েছেন ১০ উইকেট। কম রান খরচের তালিকায় সাকিবের অবস্থান ৩য়।

মরকেল ১৫ ম্যাচে ২৫ উইকেট নিলেও সে গড়ে রান দিয়েছেন ৭.০৫ করে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.