আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব আল হাসানের সাকিব নামের বানান SAKIB না SHAKIB? আনামুল না এনামুল? জাতীয় তারকাদের নামের বানান বিভ্রাট।

দৈনিক পত্রিকাগুলো যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করে। এতোদিন জেনে এসেছি ঢাকা গ্লাডিয়েটরস্ִ এর উঠতি প্রতিভা, বাংলাদেশ অনুর্ধ ১৯ দলের অধিনায়কের নাম 'আনামুল হক বিজয়'। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের দ্বিতীয় লেগে সেঞ্চুরী করে খুলনাকে জেতানোর পর পত্রিকায় নামটা লেখা দেখলাম 'এনামুল হক বিজয়'। নাম পড়ে ভেবেছিলাম এটা সম্ভবত: নতুন কেউ। জাতীয় লীগের আর কয়জনের খোঁজ রাখতে পারি।

পরে ছবি দেখে বুঝলাম, নাহ্ִ, সেই 'আনামুল'ই এই 'এনামুল'। বানান বিভ্রাট বড়ই পীড়াদায়ক। আমি এখনও নিশ্চিত নই সাকিব আল হাসানের সাকিব বানানটা 'SHAKIB' না 'SAKIB'! নিজের জার্সিতে ও 'SAKIB' নিয়ে খেলে। 'H' ব্যবহার করে না। আবার লাইভ স্কোর বোর্ডে দেখায় 'SHAKIB'।

এমনকি বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার হওয়ার পর ওর পোজ দেওয়া যে ছবিটা সব পত্রিকায় এসেছিলো সেটাতে বানানটা 'SHAKIB' লেখা ছিল। ক্রিকইনফোতেও সাকিবের নামের বানানে 'SHAKIB' লেখা আছে। জাতীয় তারকাদের নাম বিভ্রাট বড়ই যন্ত্রনা দেয়। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.