আমাদের কথা খুঁজে নিন

   

ছোটকালের গেমসমগ্র- নস্টালজিক পোস্ট !

কত কিছুই তো লিখলাম !! পিচ্চিকালে কম্পিউটার ছিল অথচ গেমস খেলেনাই এরকম বাচ্চাকাচ্চা পাওয়া মুশকিল। মনে আছে আমি ছোট থাকতে কোন কম্পিউটার দেখলেই সব ড্রাইভ চেক করে দেখতাম কিকি গেমস আছে; এরপর খেলা শুরু করতাম, রোডর‍্যাশ, মটো জিপি, ডিএক্স বল, কমান্ডোজ, ভার্চুয়াল কপ, হাউজ অব দা ডেড, নীড ফর স্পিড, ডব্লিউ ডব্লিউ এফ আরও কত কি!!!! গেম পাইলেই হইছে, খাওয়া দাওয়া গোসল হাওয়া হয়ে যাইত ! হঠাৎ করেই আজকে আদিম যুগের সেইসব গেমসের কথা মনে পড়ল, মনে মনে রিক্যাপ করলাম কোন গেমসের কি কি ক্যারেক্টার ছিল, কয়টা লেভেল ছিল, কি কি চিটকোড ছিল ( ওইটা ছাড়া আবার খেলা মুশকিল )। যা কিছু মনে পড়ল টা শেয়ার করলাম, আপনারাও শেয়ার করেন কি রকম ছিল সেইসব গেমস !! রোডর‍্যাশ- পুরান সব ডেস্কটপ কম্পিউটারেই থাকত এই গেম, সবচেয়ে কমন ! আমার মজা লাগত খালি লাত্থি মারতে ! আর ইচ্ছা করেই লোকজনে উপর হোন্ডা উঠায় দিতাম পুলিশ আসলেই দে দৌড়ড় !! উশটা খেয়ে পড়ে গেলে মেজাজটা পুররাই হট হইয়া যাইত !X# নিড ফর স্পিড ২ - সবার ডেস্কটপেই থাকত এই গেম, আর চরম মজা লাগত ম্যাকলারেন এফ ওয়ান নিয়ে খেলতে; পরে অবশ্য চিট দিয়া FZR থেকে শুরু কইরা গাছের গুঁড়ি/ দোকান নিয়াও খেলছি ! আর ফোর্ডের গাড়িটা চরম লাগত ! নীড ফর স্পিড অবশ্য এখনো অনেক পপুলার, নতুন ভার্সনগুলো জটিল ! উপস, সরি, স্পীডের ঝড়ে অনন্ত ভাইয়ের ছবি দিয়া দিছি, মাইন্ড কইরেন না ! এই নেন আসলটা , কমান্ডোজ- বিহাইন্ড দা এনেমি লাইন্স- এইটা একটা জটিল গেম ছিল, রক্ত গরম করার গেম। চিটকোড ছাড়া এই গেম আমার জন্য শেষ করা অসম্ভব ( এখনও )। সেই চিট এখনো মনে আছে, 1982 GONZO Crtl+I, Ctrl+Shift+N আফচুচ, পড়াশুনা কিছুই মনে থাকেনা কিন্তু এইগুলা ঠিকই মনে আছে! ভার্চুয়াল কপ ২- আরেকটা মাথা নষ্ট করা গেম,আমার গোলাগুলির হাতেখড়ি এই গেম দিয়ে । এখনো মনে পড়ে মাউস টিপতে টিপতে গুণ্ডাদের বারোটা বাজায় ফেলতাম ! অনেকের লাইফ সেভ করতে পারতাম না, মাথা গরম, ওদেরও মেরে ফেলতাম প্রথমদিকে রিভলবার রিলোড করতে ঝামেলা হইত, পরে একসাথে লেফট রাইট ক্লিক করে গুন্ডা মারতাম ! হাউজ অব দা ডেড- এটাও একইরকম গেম ছিল, খালি গুণ্ডার জায়গায় ভুত-পেত্নি। তখন এত কিছু দেখার টাইম ছিলোনা, সামনে পাইলেই মার গুল্লি ! আর ওদের বিগ বসকে মারতে হেব্বি লাগত। খালি উইক পয়েন্টে গুল্লি ! কিং অব ফাইটার্স- আরেকটা হাতাহাতির জোশিলা গেম, যতদূর মনে পড়ে আমি এই গেমটারই সবচেয়ে বেশি ভার্সন খেলছি, ৯৬ থেকে শুরু করে ২০০৩, এরপর অবসর আমার কমন প্লেয়ার ছিল কাইও/ কিও, বেনিমারু আর বিলি কেইন; কিও সম্ভবত সবারই কমন প্লেয়ার ছিল। সেই আগুন আর কারেন্টের শক দিতে জোস লাগত ! যদিও পরের ভার্সনগুলিতে কে কে নিতাম ! মনে আছে মাতাল এক বামুন বুড়া খেলত, নামটা ভুলে গেছি, আর ছিল চোই, এক নম্বর বান্দর ! আর ২-৩টা মাইয়া খেলত অচলিল ড্রেস পড়ে ! আরও যে কত গেমস খেলছি মনেও নাই, সেগা, স্ট্রীট ফাইটার্স, মোস্তফা, রেসলিং, ব্রায়ান লারা ক্রিকেট। এখন খেলি ফিফা আর গেমসের কথা মনে আসতেছেনা, আপনাদের মনে আছে পিচ্চিকালের সেসব গেমসের কথা ??  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।