আমাদের কথা খুঁজে নিন

   

একটি ছোটকালের একটি কৌতুক

আই লাভ মাইসেল্ফ

যেইটা দেইখা মাইর খাইছি ওইটা... পণ্ডিত স্যার ক্লাসে এসেছেন ধুতি পরে। স্যার মেজাজী আর আয়েসী মানুষ। চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস উনি খুব গুরুত্বের সাথে পড়ান। আজ স্যার ক্লাসে এসেছেন আয়েসী ভঙ্গিতে। এসেই এক পা চেয়ারে তুলে আরাম করে বসলেন অন্য পা দোলাতে দোলাতে।

টেবিলের নিচে দিয়ে ক্লাসের সব ছেলেরা তখন স্যারের সদর দরজার ভেতর দিয়ে অন্দরমহল পুরোপুরিই অবলোকন করলো। বদমাশ ছেলেগুলো প্রথমে হি: হি: পরে হাহ্ হাহ্ হা: করে হাসতে লাগলো। হুঙ্কার দিলেন স্যার। : কেন হেসেছিস? কিন্তু কেউ কোনো জবাব দিচ্ছে না। সবাই নিশ্চুপ।

: ক্যাপ্টেন! ঝালি বেত নিয়ে আয়। হুঙ্কার দিয়ে বললেন পণ্ডিত স্যার। ক্যাপ্টেন দৌড়ে গিয়ে বেত নিয়ে এলো। ছেলেদের আচ্ছা করে পেটালেন। ক্লান্ত স্যার।

গর্জাতে গর্জাতে গিয়ে চেয়ারে বসলেন। সেই আগের মতোই_ এক পা চেয়ারে উঠিয়ে অন্য পা নিচে ঝুলিয়ে। ঝালি বেতের পেটানি হাত দিয়ে ডলতে ডলতে ছেলেরা আবারও হি: হি: পরে হো: হো: শেষে হাহ্ হাহ্ করে হেসে উঠলো। স্যার পড়লেন মহাফাপড়ে। : কিরে, আবার হাসলি কেন? এবারও ছেলেরা চুপ।

শুধু একজন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বললো_ স্যার! : হা, বল কেন হেসেছিস? : স্যার, যেইটা দেইখা মাইর খাইছিলাম ওইটা আবারও দেখছি, স্যার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.