আমাদের কথা খুঁজে নিন

   

সম্পদশালী হওয়া মানেই ধনী হওয়া নয়

মুসলিম শরীফের হাদীস, তোমার সম্পদের হিসেবে ওপরের স্তরের কাউকে দেখো না, বরং নীচের গরিব লোকদের দিকে তাকিয়ে দেখো, নয়তো আল্লাহ পাকের নেয়ামত তোমার কাছে তুচ্ছ মনে হবে। এজন্যই প্রিয়নবী (সা.) বলেছেন, আল্লাহ পাক তোমাকে যা দিয়েছেন, তা নিয়ে খুশী থাকো, দেখবে তুমিই সবার চেয়ে ধনী। (মুসনাদে আহমদ) রাসুল (সা.) এর কাছে একজন সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসুল, আমাকে এমন একটি কাজ শিখিয়ে দিন যা করলে আল্লাহ পাকও আমাকে ভালবাসবেন এবং মানুষও আমাকে পছন্দ করবে। রাসুল তাকে বললেন, দুনিয়ার প্রতি লোভ করো না, এতে আল্লাহ পাক তোমাকে ভালবাসবেন, আর মানুষের সম্পদ থেকে নির্লোভ থেকো, মানুষও তোমাকে ভালবাসবে। একটু ভাবুন তো, আমরা যদি নিজের চাকরি ও জীবনযাপনে যেটুকু আল্লাহ পাক দিয়েছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকি এবং অন্যের সম্পদ থেকে চোখ ও লোভকে ফিরিয়ে রাখি, মানুষের কাছে অযথা আবদার কিংবা কৌশলে কিছু কামিয়ে নেওয়ার ফন্দি ফিকির থেকে বিরত থাকি, তাহলে সমাজের কোথাও কি তখন চুরি, ডাকাতি, প্রতারণা ও দূর্নীতি খুঁজে পাওয়া যাবে? আল্লাহ পাক তার প্রিয় রাসুলকে (সা.) সতর্ক করে দিয়ে বলছেন, ‘যাদের আমি অনেক সম্পদ দিয়ে দুনিয়ার প্রাচুর্যে ভরিয়ে রেখেছি, আপনি তাদের দিকে চোখ তুলেও তাকাবেন না, তাদের তো আমি এসব দিয়ে পরীক্ষা করছি, আপনার রবের দেওয়া রিযিকই সর্বোত্তম ও চিরস্থায়ী।’ (সূরা ত্বহা-১৩১)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।