আমাদের কথা খুঁজে নিন

   

শিশুর জন্য একটি ব্যাংক একাউন্ট

আল বিদা অনেক কিছু শেয়ার করার একটা আগ্রহ আমার মধ্যে আছে। যা কিছু জানলাম, যা কিছু বুঝলাম সবকিছুই শেয়ার করতে চাই সবার সাথে। হয়ত এসএমএস বা ইমেইলে বন্ধুদের জানিয়ে দেই। আজকে আপনাদের একটা ব্যাংকিং সুবিধা সম্পর্কে জানাতে চাচ্ছি। আমরা অনেকেই আমাদের সন্তানদের ভবিষ্যত বিশেষ করে আমাদের অবর্তমানে তাদের শিক্ষার যেন কোন সমস্যা না হয় তা নিয়ে বেশ ভাবি।

এর জন্য অনেকেই এলিকোর শিক্ষা পলিসি গ্রহন করেছে। আমিও এর ব্যতিক্রম না। তবে আমার মধ্যে আরও কিছু ব্যকআপ নেয়ার ইচ্ছা ছিল। সর্বশেষ আমার নজরে এল ব্যাংক এশিয়ার ইসলামী ব্যাংকিং এর একটি অফার। অফারটির নাম 'স্মার্ট জুনিয়র সেইভার'।

যদিও বেশ কিছুদির আগ আমি এই অফার সম্পর্কে জেনেছি তবুও একাউন্ট খুলতে কিছুটা দেরীই করে ফেললাম। ১৮ বছরের নীচে যে কেউ এই একাউন্ট খুলতে পারে। তবে তার বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত একাউন্টের পরিচালনা হবে তার অভিভাবকের মাধ্যমে। ১৮ বছর বয়স হওয়ার পর একাউন্ট হোল্ডার নিজেই এই একাউন্ট পরিচালনা করতে পারবে। জুনিয়র একাউন্ট হোল্ডার স্কুলে ভাল রেজাল্ট করলে ব্যাংকের পক্ষে থেকে উপহার দেয়া হয়।

আবার অভিভাবকের মৃত্যুতে প্রযোজ্য ক্ষেত্রে শিশুদের শিক্ষার ব্যয়ে সহায়তা করা হয়। একাউন্ট খুলতে যা প্রয়োজন তা হচ্ছে একাউন্ট হোল্ডারের জন্ম নিবন্ধন/পাসপোর্ট, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র/আইডি কার্ড, নমিনিসহ সকলের ছবি। একাউন্ট হোল্ডারের সাথে তার অভিভাবকেরও একটি ফ্রী একাউন্ট খোলা হবে। জুনিয়র একাউন্টের মুনাফার হারও বেশী। আর ব্যাংকের কর্মকর্তা জানালেন স্কুল গোয়িং বাচ্চারা যখন জানে তাদের নামে একাউন্ট আছে তখন তারা নাকি খুব উৎসাহী হয়।

এমনকি তারা স্কুল ছুটির পর ৫০/১০০ টাকা নিয়ে ডিপোজিট করতে এসে তাদের বলে "আংকেল আমার এই টাকাটা জমা রাখুন তো"। এতে তাদের মধ্যে সঞ্চয়ের একটা প্রবনতা গড়ে উঠে। আমি শুনেছি আরও ২/৩টা ব্যাংকে এই সার্ভিস বা এর কাছাকাছি সার্ভিস আছে। তবে আমি নিজে ব্যাংক এশিয়াতে এই একাউন্ট ওপেন করায় এর সম্পর্কে কিছুটা জানলাম। আর এই একাউন্টের সাথে যদি একটি ডিপিএস এড করতে পারেন তাহলে তো আরও ভাল হয়।

আমি যে কারনে এই একাউন্ট পছন্দ করছি তা হল : ১. শিশুর নিজের নামে এই একাউন্ট। ২. শিশুর নামে প্রাপ্ত অনেক অর্থ পুরষ্কার বা উপহার আমি নিজেই খরচ করে ফেলি। তার নামে একাউন্ট থাকলে তাতে জমা করে দেয়া যাবে। ৩. ইসলামিক ব্যাংকিং বলে একটা ভাল লাগার অনুভূতিও থাকে। মুনাফার হারও ভাল।

বর্তমানে ব্যাংক এশিয়ার মতিঝিল, গুলশান, শান্তিনগর, উত্তরা, তেজগাও, আগ্রাবাদ, লোহাগাড়া, সিলেট শাখায় এই একাউন্ট করা যায়। আপনাদের ভবিষ্যৎ সুন্দর হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.