আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরীদের বনে---(ছবি ব্লগ)

চুপ!

এই ফেব্রুয়ারীতে বেঙ্গল ট্যুরস এর প্যাকেজে সুন্দরবন ঘুরে এলাম (কটকা, কচিখালী)। আমার বন্ধু রাজন এই ট্যুরটাকে বলে 'লুলা ট্যুর'। ওখানে গিয়ে মনে হয়েছিল আসলেও ঘটনা তাই, প্রায় সারা দিন সেই ছোট্ট জাহাজে ঘুরে বেড়ানো আর খাওয়া- একই রকম landscape দেখতে দেখতেও bored হয়ে যাচ্ছিলাম। কিন্তু ফিরে আসার সময় যথারীতি অনেক খারাপ লাগছিল, খুব relaxed একটা সময়, ঢাকা শহরের কোলাহল থেকে অনেক দূরে, মোবাইল নেটওয়ার্কের বাইরে খুব সুন্দর ৩টা দিন কাটিয়ে এলাম। আমরা গিয়েছিলাম ২০ জনের একটা গ্রূপ, তার মধ্যে ১০ জন ছিলাম স্থপতি আর এই ১০ জনসহ মোট ১২ জন ছিলাম বুয়েটিয়ান। নির্মল হাসি-আনন্দে আর আড্ডায় ভরে উঠেছিল সময়টা। এবার ছবি, অনেক কথা হলো- যাত্রা তবে শুরু হলো- খুলনা থেকে (এর আগে আমরা ঢাকা থেকে রাতের ট্রেনে খুব ভোরে খুলনা পৌঁছাই) আমাদের ছোট্ট জাহাজখানি কটকা পৌঁছেই jungle walk করে এই খালের কাছে- এখানে নাকি বাঘে-হরিণে এক সাথে জল খায় এই নৌকায় করে আমরা প্রতি সকালে খালের উপর দিয়ে জঙ্গলের বেশ গভীরে চলে যেতাম। গোলপাতার ফলটি গোল, পাতা নয় কটকা বীচে সাঁতার কাটা- awesome অভিজ্ঞতা পক্ষীর চরে- চারিদিকে ধু ধু বালুচর, এক সময়ে অনেক পাখী দেখা যেত, এখন একটাও নেই। কাদায় লুটোপুটি এবার মুন্ডুগুলো বসানো যাক পায়ের উপরে জাহাজে ফেরা--একটুও ইচ্ছা করছিল না, পুরা ট্যুরে এই জায়গাটাই ছিল আমাদের সবচেয়ে ভাল লাগার। আমাদের দলখানি ------------------------------------------------------------------------(দুঃখিত, এই ব্লগে কোন সুন্দরীর ছবি নেই )


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.