আমাদের কথা খুঁজে নিন

   

দশের জন্য দেশের পথে - SDH (SHADE FOR DISTRESSED HUMANITY)

"কথায় নয় কাজে পরিচয়" এবং "দেশের হত দরিদ্র সাধারন সুবিধা বঞ্চিত মানুষের জন্য কিছু করতে হবে" এই প্রত্যাশা নিয়ে ১৭ অগাস্ট, ২০১১ তারিখে যাত্রা শুরু করেছিল একটি ফেসবুক নির্ভর গ্রুপ SDH । হরেক রকম বাধা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটি বীজ স্বরূপ অবস্থান থেকে বর্তমানে একটি পুরনাঙ্গ বৃক্ষে পরিনত এই গ্রুপটি। SDH এখন আর কোন ফেসবুক গ্রুপ নয়। এর এখন আছে নিজস্ব গঠনতন্ত্র। আছে একটি কর্মঠ নতুন প্রানের দল যারা সবসময় প্রস্তুত কোন সুবিধা বঞ্চিত মানুষের মুখে এক ফোটা হাসির আঁচড় আঁকতে।

আমাদের সল্প সামর্থ্যর ভিতর নিজেদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সম্পন্ন করেছি ৭ টি প্রজেক্ট। এগুলোর মধ্যে ছিল অসহায় মানুষের মাঝে ইফতার বিতরন, সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ বস্র বিতরন, স্বাধীনতা দিবসে মুক্তহাসিঁর প্রায় ৮০০ অসহায় মানুষের মাঝে শীতবস্র বিতরন, রাত ১১ টা থেকে শুরু করে সকাল ৭:৩০ পর্যন্ত চট্রগ্রাম শহরে হেটে হেটে চিরন্তন অভিযাত্রীর ১০০ নুতন কম্বল ও ১০ বস্তা কাপড় বিতরন ও সিটি টিমের রেলওয়ে বস্তিতে ৯ বস্তা শীতের কাপড় বিতরন ইত্যাদি। আমদের সবচেয়ে সফল বাস্তবায়ন ছিল উত্তরবঙ্গে কম্বল বিতরন কর্মসূচী। SDH এর নিবেদিত ভলান্টিয়াররা টানা তিনদিন অমানবিক পরিশ্রম করে সংগ্রহ করেছিল ৪৫০ কম্বলের ফান্ড। শীতে কাতর অসহায় মানুষগুলোকে সহযোগিতা করতে এই ৪৫০ টি কম্বল নিয়ে ছুটে গিয়েছিল উত্তরবঙ্গের লালমনিরহাট জেলার চন্দনপুর গ্রামে।

আমরা সার্থক এই বৃদ্ধ মানুষ গুলোর কষ্টের সময় তাদের পাশে দাড়াতে। আমরা SDH এর ভলান্টিয়াররা সবাই ছাত্র। কিন্তু দেশের মানুষের জন্য আমাদের কিছু করার উচিত। অনেক ঋণ আছে আমাদের মাথার উপর। যেভাবেই হোক যতটুকু হোক এই ঋণ শোধ করতে হবে।

বিভিন্ন ভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই প্রয়াস আগামীতেও থাকবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.