আমাদের কথা খুঁজে নিন

   

হূমায়ুন আহমেদকে ছাত্রলীগের হুশিয়ারী।

ভালো। সম্প্রতি প্রকাশিতব্য বরেন্য কথা সাহিত্যিক হূমায়ুন আহমেদের উপন্যাস "দেয়াল" এ ইতিহাস বিকৃতির অভিযোগ এনে হুমায়ুন আহমেদকে হুশিয়ার করে দিয়েছে ছাত্রলীগ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে আগামীকাল হরতাল মোকাবিলায় করনীয় শীর্ষক এক জরুরী সভায় ছাত্রলীগের নেতারা এ হূশিয়ারী উচ্চারন করেন। ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান বলেন ইতিহাস বিকৃত করে বাঙালীর হৃদয় থেকে বঙ্কবন্ধুর নাম মুছে দেওয়া যাবে না। কেউ যদি সেই চেষ্টা করে তাহলে তার পরিনতিও ভালো হবে না।

হুমায়ুন আহমেদ জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী তার উপন্যাসে যেভাবে বিকৃত করেছে তাতে নতুন প্রজন্ম বিভ্রান্ত হবে। ইতিহাস বিকৃতির এ ধৃষ্টতা দেখিয়ে হূমায়ুন আহমেদ যে রাজাকারদের পক্ষ নিয়েছেন তার পরিনতি তাকে ভোগ করতে হবে। এছারাও ছাত্রদলকে ‘বন্ধু’ সম্বোধন করে তিনি বলেন, আপনাদের নেতা জিয়াউর রহমানকে ‘মুক্তিযোদ্ধা’ দাবি করেন এবং তার স্ত্রী খালেদাকে ‘বীরাঙ্গনা’ বলেন। আর খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষে কথা বলেন। এজন্য এই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে ছাত্রদলের নেতাকর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশের আগে একটি হরতালবিরোধী মিছিল মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশে পরিণত হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ওমর শরীফ, সহ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।