আমাদের কথা খুঁজে নিন

   

হূমায়ুন আহমেদের বাড়ি

আমার ব্যক্তিগত ব্লগ

গল্পে হুমায়ুন আহমেদ তার সেন্ট মার্টিন্সের বাড়ির কথা উল্লেখ করেছেন। তারপরও অনেকের মুখে শুনেছি, তারা সেই বাড়ি দেখেছেন। স্বভাবত:ই আমারও ইচ্ছা ছিল বাড়িটা দেখার। আমরা যেই হোটেলে ছিলাম, তার রেস্টুরেন্টের ছাদ থেকে প্রথম দেখলাম বাড়িটা। আহামরি কিছু না।

লাল টিনের চালের বাড়ি। সব জানালা বন্ধ। শুনলাম এখানে বাড়ির মালিক আসেন না, তাই এই অবস্থা। তবে এখনও বাড়িটা যে একটা সেন্ট মার্টিন্সের দর্শনীয় স্থান সেটা আরেকটু পরে বুঝেছিলাম। সাগর সৈকতে হাটতে হাটতে একটা শুটকি মাছের বাজার চোখে পড়ল।

ইয়া বড় বড় মাছের সুটকি ঝুলিয়ে রেখেছে দোকানীরা। ছবি তোলার জন্য এগিয়ে গেলাম। বাজারের ভিতরে ঢুকি দেখি এমা, এতো হুমায়ুন আহমেদের বাড়ি! বাড়ির সামনে পিলারে লেখা আছে 'সমুদ্র বিলাস'। লোক জন ভীর করে সেই সাইনবোর্ডের সামনে দাড়িয়ে নানা পোজে ছবি তুলছে। বাড়িটা মনে হলো বন্ধ।

ভালো, শুটকি ব্যবাসায়ীরা ভাল জায়গায় বেছে নিয়েছে বাজার বসানোর। লোকজন বাড়ি দেখছে, আর শুটকি কিনে ফিরছে। হুমায়ুন আহমেদের বাড়ির সামনের শুটকি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।