আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাকিংয়ের শিকার নোয়াখালীনিউজ ডট কমডট বিডি

বৃহত্তর নোয়াখালীর অনলাইন পত্রিকা নোয়াখালীনিউজডট কমডট বিডি (wwwwহ্যাকিংয়ের শিকার হয়েছে। এজন্য গত ১২ মে বিকেল থেকে প্রায় ৩০ ঘন্টা পাঠকরা নিhttpnoakhয়মিত নিউজ আপডেট পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। ২০১১ সালের জানুয়ারি থেকে নোয়াখালীনিউজের পরীক্ষামূলক প্রকাশনা শুরু হয়। নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত বাংলাভাষীদের তাৎক্ষণিক নিউজ আপডেট দিতেই সময় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি সাংবাদিক সাইফুল্যাহ কামরুল এই উদ্যোগ নেন।

সামাজিক কাজের অংশ হিসেবে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে তিনি নোয়াখালীনিউজের আর্থিক যোগান দিচ্ছেন। অত্যন্ত দুঃখের বিষয় হলো, চালুর পর থেকেই একটি ইর্ষান্বিত মহল ওয়েবসাইটটি ধ্বংসের চেষ্টায় মেতে ওঠে। নোয়াখালীনিউজ সম্পর্কে চক্রটি প্রকাশ্যে নানা অপপ্রচার চালিয়েও সন্তুষ্ট হয়নি। ভুয়া কাগজপত্র দেখিয়ে নোয়াখালীনিউজ.কম.বিডি ডোমেইনটি নিজ দখলে নেয়ার অপচেষ্টা করে। বিষয়টির সত্যতা যাচাই করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানী লি. (বিটিসিএল) এর পক্ষ থেকে নোয়াখালীনিউজের সঙ্গে যোগাযোগ করা হয়।

তারা জানান জনৈক এক ব্যক্তি নোয়াখালীনিউজের মালিকানা দাবি করছেন। তিনি ডোমেইনটি তার নামে করে নিতে চান। পরে তার উপস্থাপিত ডকুমেন্ট ভুয়া প্রমাণিত হয়। নোয়াখালীনিউজ যখন তাৎক্ষণিক নিউজ আপডেটের মাধ্যমে বৃহত্তর নোয়াখালীর জনগোষ্ঠিকে নিয়মিত তথ্য সেবা দিতে শুরু করেছে, ঠিক তখনই ঘৃন্য কাজটি করে ,প্রতিনিয়ত নোয়াখালীনিউজকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের বিশ্বাস, পাঠকদের আন্তরিক ভালভাবসা কাছে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে।

http ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।