আমাদের কথা খুঁজে নিন

   

শুক্রবারে নিউমার্কেটে একটি মেয়ের খোলামেলা স্মার্টনেস

গত শুক্রবারে অর্থাৎ ১১ মে ২০১২ আমি একটা কাজে এলিফ্যান্ট রোডে গেছিলাম। তো যাওয়ার সময় আমার ওয়াইফ বলল - আমিও নিউমার্কেট যাব। সাথে নিয়ে গিয়েছি। সে ওখানে ছোট ছোট কানের রিং, চুলের কাঁটা এজাতীয় জিনিসপত্র গুলো দেখছে, পছন্দ করছে, আমি দাম পরিশোধ করছি। ঠিক বেলা তিনটার দিকে পার্শ্বেই একটি ছেলে পড় পড় অবস্থায় উঠে দাঁড়ালো।

স্বাভাবিক ভাবেই আমার চোখ পড়ল। দেখলাম- হাস্যজ্জ্বল প্রায় ১৮ বছর বয়সী একটি তরুণী তার সাথে থাকা ছেলেটিকে ফাজলামে করে কথার মাঝে ধাক্কা দিয়েছিল। আমার দাড়ানো স্থানের একবারে নিকটস্থ (গাউছিয়া-নিউমার্কেট ওভার ব্রীজের পূর্ব অংশে যেখানে সাধারণ স্যান্ডেলগুলো বিক্রি হয়) এক বিক্রেতা আস্তে করে কমেন্টস করলো - ব্যাটা তোর দু'হাত দিয়ে ওখানে ধাক্কা মার। পাঠক বলতে চেয়েছি- উক্ত বিক্রেতা মেয়েটির বিশেষ অঙ্গকে ইঙ্গিত করে বলেছিল কথা গুলো। কিন্তু কেন? আরও অনেক মেয়েরাই তো ওখানে যায় ।

কাউকে ওভাবে মন্তব্য করেনা। হয়ত বলবেন স্বাধীন দেশে যেমন খুশি তেমন পোশাক পরার অধিকার আছে। অনেকে হয়তো আমাদের রুচির প্রশ্ন তুলতে পারেন। কিন্তু যা দেখেছি তা আমার সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য পূর্ণ নয়। যে পোষাকটি মেয়েটি পরেছিল তা দেখতে ঠিক ছেলেদের স্যান্ডু গেঞ্জির মত।

অন্তর্বাসের অর্ধেকটাই দেখা যায়। আর নিম্নাংগে আমার পাঞ্জাবীর সাথে যে ধরণের পাজামা পরি সে ধরণের পাজামা। যা কুরুচি সহকারে প্রায় সকলে প্রত্যক্ষ করছিল বিষয়টা। আমি লক্ষ্য করলাম সেই বিক্রেতা তার পোষাকের কারণের এধরণের মন্তব্য করেছে। অনেকের পোষাকের কারণেই বিভিন্ন প্রকার হ্যারেসমেন্টের শিকার হয়।

এমনকি ইভটিজিং এর শিকার হয়। তাহলে এ ধরণের পোষাক কেন? উঃ স্মার্টনেস। আমরা কি ধরে নেব তাদের মতে যত খোলামেলা ততই স্মার্ট। যে যত বেশি অশালীন সে ততই স্মার্র্ট। তাহলেতো পশুরা সবচেয়ে বেশি স্মার্ট।

হায়রে ষ্মার্টনেস! শালীনতা বোধটুকুও নেই। সমাজ ব্যবস্থার এত বেশি অধপতন। আসলে তাতের পারিপারিক শিক্ষার কিছুটা হলেও অভাব আছে। জানেনা যে, এরকম পেয়ে সাথে ঘুরতে++ অনেকেই রাজী আছে। কিন্তু এরকম বিয়ে করতে একজনও কাছে পাবেনা।

অথচ লক্ষ্য করলে দেখবেন- বেশিরভাগ্ই পরিপাটি করে শালীনভাবে পোষাক পরা মেয়েদেরকে বেশি সুন্দর দেখায়। বেশির ভাগ ছেলেরাই ঘুরতে+ রাজী কিন্তু বউ চাই ফ্রেশ। এবিষয়ে আমার আগের লেখা প্রেম করব কিন্তু বউ চাই ১০০% ভার্জিন। এই লিঙ্কে দেখুন। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.