আমাদের কথা খুঁজে নিন

   

ঈমান

শুন আমার ভাই বোনেরা আমি একজন প্রেমের মরা আমার একটা অনুরোধ আমার লেখা গুলো কেউ দয়া করে গান হিসেবে নিবেন না ভাবলে বড় ভূল হবে। আর একটা কথা সবাই ভাববেন যে আল্লা্হ্ তা.আলাকে একমাত্র প্রভুরুপে মেনে নেয়া এবং তাঁর প্রেরিত রাসূলকে জীবনের একমাত্র আদর্শ নেতা হিসেবে গ্রহন করার নামই ঈমান । আল্লাহর হুকুম বাস্তব জীবনে কখন কিরুপে মেনে চলতে হয়. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সমগ্র মানব জাতিকে তা জীবনভর দেখিয়ে গেছেন । আল্লাহর প্রতিটি আদেশ-নিষেধ কখনো কথা দিয়ে. কখনো আমল করে. আবার কখনো সাহাবীদের কাজকে সমর্থন জানিয়ে তিনি মানুষের জন্য বিশদভাবে ব্যাখ্যা করে দিয়েছেন । মোট কথা. রাসুল (সাঃ) আমাদের কাছে আল্লাহর পরিপূন্য এবাদতের আদর্শ হয়ে আছেন ।

আল্লাহ পাক তাকে নবুয়ত দান করে মানব জাতির জন্য আদর্শ হিসেবে পেশ করেছন এবং তার অনুগত্য অনুসরন ফরয করে দিয়েছেন । শুধু তাই নয়. আল্লাহ যেমন আমাদেরকে ভালবাসেন. তেমনি হযরত নবী (সাঃ) ও আমাদেরকে ভালবাসেন । তিনি আমাদেরকে এত দুর ভালবাসেন যে. একজন উম্মত অবশিষ্ট থাকতেও তিনি জান্নাতে যাবেন না । হযরত (সাঃ)-এর অনুগত্য অনুসরনের মাধ্যমে আল্লা্হ্ পাকের এবাদত করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য । তাই আল্লা্হ্ আমাদের মা.বুদ -আমাদের মকসুদ-আমাদের খালেক ও মালেক- তিনিই আমাদের প্রভু ।

আর নবী (সাঃ)-আমাদের আল্লাহর কাছে পৌছার একমাত্র উছিলা -একমাত্র মাধ্যম -একমাত্র মুহসিন-একমাত্র আপনজন । তাই কালেমায়ে তাইয়েবায় আমরা ঘোষনা করিঃ উচ্চারনঃ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লা । অর্থঃ আল্লাহ ছাড়া কোন মা.বুদ নেই. (হযরত)(সাঃ)-আল্লাহর রাসূল" এর অর্থ হল. আমরা আল্লাহকে খুশি করার জন্য একমাত্র তারই গোলামী করি বা আইন মেনে চলি এবং গোলামী বা আইন মেনে চলার ক্ষেত্রে হযরত নবী (সাঃ)-এর তরীকাই একমাত্র তরীকা । হযরত নবী (সাঃ)-আল্লাহ এবং আল্লাহ প্রেরিত পূর্ববর্তী রাসূলেদের প্রতি বিশ্বাস স্থাপনের সঙ্গে সঙ্গে তার প্রেরিত আসমানী কিতাব. ফেরেশতা.তাকদীর.পুনরুথান দিবসে এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করাও ফরয বলে ঘোষনা করেছেন । এ বিষয়গুলো ঈমানে মুজমালে সংক্ষিপ্ত ওঈমানে মুফাস্সালে বিস্তারিত বর্ননা করা হয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।