আমাদের কথা খুঁজে নিন

   

ঈমান ও ইসলাম

বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কতৃক প্রকাশিত ১. হে ঈমানদারগণ তোমরা বিশ্বাস স্থাপন কর আল্লাহর প্রতি, তাঁর রাসূলর প্রতি এবং সে কিতাবের প্রতি যা তিনি তাঁর রাসূলের প্রতি নাযিল করেছেন, আর তার পূর্বে অন্যান্য নবীদের প্রতি যা নাযিল করেছেন,তার প্রতি। আর যে ব্যক্তি অস্বীকার করে আল্লাহকে এবং তার ফেরাস্তাগণকে এবং কিতাব সমূহকে এবং তাঁর রাসূলগণকে এবং পরকালীন বিচার দিবসকে, সে তো মহা পথভ্রষ্টতায় বহুদূরে পড়ে রয়েছে। সূরা নিসা-১৩৬ ২. হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কর আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা-২০৮ ৩. হে ঈমানদারগণ আজ তোমাদের কোন ভয় নাই এবং তোমরা চিন্তিতও হবে না।

তোমরা যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান এনেছিলে এবং মুসলমান ছিলে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে আনন্দের সাথে বেহেস্তে প্রবেশ কর। সূরা যুখরুফ-৬৮-৭০ ৪. আবু উমামা (রা থেকে বর্ণিত তিঁনি বলেন, রাসূল (স বলেছেন, যে ব্যক্তির ভালবাসা এবং শত্রুতা,দান করা এবং না করা একমাত্র আল্লাহর জন্যই হয় সে ব্যক্তিই পূর্ণ ঈমানদার। (বুখারী) ৫. অত:পর যে ব্যক্তি তাগুত বা শয়তানকে অমান্য করে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন একটি মজবুত রজ্জু ধারন করল যাহা কখনোই বিচ্ছিন্ন হওয়ার নয়। সূরা বাকারা-২৫৬ ৬. নিশ্চিয়ই ঈমানদারগণ ব্যক্তিদর কথা এমন হয় যে,যখন তাদেরকে আল্লাহর এবং রাসূলের বিধানের দিকে আহবান করা হয় তাদের মধ্যকার বিবাদ মিমাংসার জন্য তখন তারা বলে আমরা শুনলাম এবং মেনে নিলাম। আর এ সকল লোকই সফলকাম হবে।

সূরা নূর-৫১ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।