আমাদের কথা খুঁজে নিন

   

নীলগিরি

আমি মেঘ সাগরের তীরে দাড়িয়ে একাকী , অনেকের ভিড়ে রোদে ঝিরিঝিরি অপার এক লীলা - আমি নীলগিরি । ছেয়ে থাকা কোল সবুজে ও নীলে আঁকেনি এমন , কোন রং-তুলি মিলে । তারারা এসেছে রাতে অদূরে আকাশে বেলা অবেলাতে মেঘ ছুঁয়ে দেয় । ভাসে । জীবনে যে পরাজিত , ক্লান্ত , বেহালে - মেঘ-মাটি নিসর্গ ছুঁয়ে দাও গালে । দৃষ্টি সূতায় যদি পড়ে পিছুটান যদি আকাশে তারায় চোখ হয়ে আসে ম্লান - উঁচিয়ে তোমাকে আকাশ পানে ধরি অপরূপে শোভিত - আমি নীলগিরি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।