আমাদের কথা খুঁজে নিন

   

নাসতিক তসলিমা নাসরিনের প্রবচনগুচ্ছ!

আমি মনিরুল আলম। কুয়েতে অবস্হান করছি। Please Read & Comments ! নাসতিক তসলিমা প্রবচনগুচ্ছ! বাংলানিউজটোয়েন্টিফোর.কম তসলিমা নাসরিনের কিছু প্রবচন প্রকাশ করেছে হিন্দি দৈনিক নবভারত টাইমস। প্রতিদিন কয়েকটি বাক্যে তসলিমা বিভিন্ন বিষয়ে তার অনুভূতি প্রকাশ করেছেন। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নবভারত টাইমস-এ ছাপা হওয়া প্রবচনগুলো মূল হিন্দি থেকে ভাষান্তর করে বাংলানিউজের পাঠকদের জন্য তুলে ধরা হলো: ১. কোকিল তার প্রেমিককে আকর্ষণ করার জন্য গান গাচ্ছে।

এখন যদি আমিও এমন শুরু করি, তাহলে আমার ওপর ততক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করা হবে যতক্ষণ না আমি মরে যাই, অথবা আমাকে পাগলাগারদে পাঠানো হবে। কোকিল আমার চেয়ে বেশি স্বাধীন। ২৪ এপ্রিল, ২০১২ ২. এই দুনিয়া আমরা উত্তরাধিকারী হিসেবে পূর্বসূরীদের ‍কাছ থেকে পাইনি, প্রকৃতপক্ষে একে আমরা আমাদের সন্তানদের কাছ থেকে ধারে নিয়েছি- আমেরিকান প্রবাদ। ২২ এপ্রিল, ২০১২ ৩. টুইটার প্রাপ্তবয়স্কদের অবসর সময় কাটানোর সাপ-সিঁড়ি খেলায় পরিণত হয়েছে। নিচুস্তরের বুদ্ধিবৃত্তিসম্পন্ন (লো আইকিউ) যুবারা এখানে ভালো স্কোর করতে পারে।

২১ এপ্রিল, ২০১২ ৪. আমি এমন এক ধর্মের খোঁজে আছি যে ধর্ম স্বামীদের পেটানোর, তাদের বোরখা পরায় বাধ্য করা আর স্ত্রীর চিতায় স্বামীদের জ্যান্ত পোড়ানোর অনুমোদন দেবে। এটা শুধু পরিবর্তনের জন্য। ২০ এপ্রিল, ২০১২ ৫. মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টদের কলম্বিয়া পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যৌন সম্ভোগের প্রয়োজন কেন পড়ে গেল? আমেরিকা থেকে রওনা করার আগে তারা কি নিজেদের স্ত্রী/বান্ধবীদের সঙ্গে সেক্স করেনি? ২০ এপ্রিল, ২০১২ ৬. ভগবান কি স্বর্গে সবার জন্য ইন্টারনেট সুবিধা দেবে? ১৬ এপ্রিল, ২০১২ ৭. আমার বেশিরভাগ বন্ধুই বয়সে আমার চেয়ে বেশ বড়। এদের অনেকেই মারা গেছেন আবার অনেকেই মরণাপন্ন। আমার জগৎ বিরান হতে চলেছে।

বন্ধুত্ব তরুণদের সঙ্গে করতে হয়। ১৪ এপ্রিল, ২০১২ ৮. জারদারি আজমিরে (খাজা মইনুদ্দিন চিশতির দরগায়) বেনজিরের জন্য প্রার্থনা করতে যাচ্ছে? প্রকাণ্ড এক মিথ্যা। জারদারি সেখানে যাচ্ছে পাকিস্তানিদের এটা দেখাতে যে, সে বিশ্বাসীদেরই একজন। ০৮ এপ্রিল, ২০১২ ৯. যেসব রাজনীতিক কমিউনিস্টদের পশ্চিমবঙ্গ থেকে বের করে দিয়েছে, তারা কোনও উদ্বোধনী অনুষ্ঠানের ফিতাও কাটেন না--- যদি সেই ফিতা লাল রঙের হয়। ০৭ এপ্রিল, ২০১২ ১০. আমেরিকান রাজনীতিকদের মেমোগ্রাম, সার্বাইকল ক্যান্সারের স্ক্রিনিং আর কন্ট্রাসেপশনের ওপর লাগাম লাগানোর চেষ্টা কোনো ভোটের লড়াই নয়- আসলে এটা নারীদের বিরুদ্ধে যুদ্ধ।

০৬ এপ্রিল, ২০১২ ১১. যদি কোনও পুরুষ চায় তাহলে সে আপনার পিতা, ভাই, আঙ্কেল, কাজিন বনে যেতে পারে, কিন্তু অন্য কোনও নারী যত চেষ্টাই করুক না কেন কখনো আপনার মা হতে পারে না। সেসব চেষ্টায় কোনও ফল হয় না। ০৬ এপ্রিল, ২০১২ ১২. আমি চাই আমার জন্য ‘হাউজ-হাজবেন্ড’ (গৃহস্বামী) জাতীয় কিছু একটা জুটে যাক যে আমার জন্য খাবার তৈরি করবে, আমার কাজকর্ম করবে, আমার গা টিপে দেবে, আমার ঘর সাফ সুতরো করবে আর আমার পুশি বেড়ালের দেখাশোনা করবে। ৩০ মার্চ, ২০১২ ১৩. আমি ভাবতাম পুvsরুষদের মধ্যে শুধু সাধুরাই এমন যারা কখনো ধর্ষণ করবে না। আমার ধারণা ভুল ছিল।

২১ মার্চ, ২০১২ ১৪. ভবিষ্যতে সম্ভবত বই-ই বেঁচে থাকবে। আজকের হার্ডডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক অরিচেবল আউটডেটেড হয়ে যাবে, ফ্লপি ডিস্কের মত। ১৪ মার্চ, ২০১২ ১৫. নয়া গবেষণা বলছে মানুষ আর গরিলার মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কখনো কখনো আমার অনুভব হয় যে আমরা গাধা থেকেও খুব একটা দূরে নই। ১২ মার্চ, ২০১২ ১৬. শুনলাম বড় ধরনের সৌরঝড় পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

ভয় পাচ্ছি না, প্রত্যুষের সময়টাকে উপভোগ করছি। এ বিশ্বজগৎ অসম্ভব সুন্দর। ০৮ মার্চ, ২০১২ ১৭. কখনো কখনো আমি নিঃসঙ্গ আর হতাশ বোধ করি। এজন্য না যে আমার জীবনে এখন কোনও পুরুষ নেই, বরং এজন্য যে আমাকে বুকে জড়িয়ে ধরার জন্য মা নেই। ০৭ মার্চ, ২০১২ ১৮. প্রিয় পুরুষগণ, আপনারা কি দয়া করে এটুকু ওয়াদা করতে পারেন যে আপনারা কোনো নারীকে হত্যা করবেন না, পেটাবেন না, ধর্ষণ করবেন না, তাকে বিক্রি করে দেবেন না, তাকে প্রতারিত করবেন না, গালিগালাজ করবেন না... শুধু একটা দিনের জন্য।

আপনারা কি এসব কর্ম শুধু একটি দিন- ৮ মার্চ অর্থ‍া‍ৎ নারী দিবসের দিন ত্যাগ করার ওয়াদা করবেন? ০৬ মার্চ, ২০১২ ১৯. এক লোক ৫ বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে। সে যে কাউকে ধর্ষণ করে। এমনকি যে মেয়ে জন্ম নেয়নি, তাকেও সে ধর্ষণ করে। কিন্তু এখন দ্রুত তাকে থামাতে হবে। ০৪ মার্চ, ২০১২ ২০. নারীদের প্রতি ঘৃণা পোষণকারী সব লোক, ধর্ষক, যৌন নির্যাতনকারী সব লোক, সমস্ত খুনী--- এরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান।

প্রশ্ন হচ্ছে, আজকাল নারীরা তাদের পুত্রদের কী সব জঘন্য শিক্ষায় শিক্ষিত করছেন? ০৩ মার্চ, ২০১২ ২১. কোনো পুরুষ আমার ঘরে হাঁটাচলা করছে, অর্থহীন কথাবার্তা বলছে, আমার টয়লেটকে নোংরা করছে আর ঘুমিয়ে নাক ডাকছে--- এসব কথা আমি কল্পনাও করতে পারি না। একা থাকার চেয়ে উত্তম আর কিছু নেই। ২৭ ফেব্রুয়ারি, ২০১২ ২২. অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সবচেয়ে খারাপ দিকটি ছিল নারীদের পোশাক প্রতিযোগিতা। ২৭ ফেব্রুয়ারি, ২০১২ ২৩. সমস্যা শিশ্নে নয়। সমস্যা আসলে মস্তিষ্কে।

সব ধর্ষকের শিশ্ন কেটে দেওয়া উচিৎ। ২৭ ফেব্রুয়ারি, ২০১২ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.