আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা নাসরিনের জন্য

মফস্বল বাউল কাধে ঝুলানো পুরানো ব্যাগ, সন্ধিবিচ্ছেদের ঝড়াপাতা উড়ে গেছে বহুকাল। ব্রাক্ষ্মপুত্রের জলে সাতরানো স্বপ্ন হামাগুড়ি দিচ্ছে... কাঁটাতারের দূরে। আকাশী প্রচ্ছদে নীল তিমির বসবাস-চোখ বন্ধ করে সব আপন অথবা নিঃসঙ্গ পাখি । সেজুতির পাঠশালায় নীল ছবি বাহানায় নিঃশ্চুপ। সমাজ এড়ানো উৎসব কারো কারো খুব চেনা- রক্তের মতোন। নেকাবে ঢাকা হিরকখন্ড পায়রার ডানায় চেপে দৃষ্টি আড়াল। অথচ অন্ধকার জমিয়ে তলিয়ে যাচ্ছে শৈশব-বৌ-ছি খেলার প্রতিবেশী। ধার করে অথবা ছাই দেখে কতো বেলা পতন হবে নগ্নতার; মগ্নতা আসবে কবে চাপানো বারুদের দরজায়.. ০৮.১১.১২

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।