আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা নাসরিনের পোশাক সমতা

বাংলাদেশের নির্বাসিত লেখিকা খ্যাত তসলিমা নাসরিনের 'পোশাক সমতার দাবী' বিষয়ক লেখাটা দেখে হাঁসবো না কাঁদবো চিন্তা করে পাচ্ছিনা । শুনলাম উনি নাকি বলছেন যে প্রয়োজনে টি-শার্টের মতো শাড়িকেও নাকি লিঙ্গ নিরপেক্ষ করা হবে ।এখন আমার একটাই প্রার্থনা,'আল্লাহ তুই আমারে তুইলা নে,নাইলে দড়ি ফালা আমি বাইয়া উঠি'। আমি এই তসলিমা আন্টিরে কইতে চাই আপনার মন চায় খালি টি-শার্ট ক্যান পোলাগো মতোন শার্ট পইরা বুকের বোতাম খুইলা ঘুরেন কেউ মানা করবনা । আপনারে পোলাগো ড্রেসের দিকে নজর দিতে কইছে ক্যাডা? ভারতের একদল পুরুষরে তসলিমা আন্টি সাহসিকতার জন্য বাহবা দিছেন যারা নাকি রঙিন স্কার্ট পইড়া নারী অধিকার রক্ষার শপথ নিছে,এই কথাডা শুইনা ঐ মহান পুরুষদেরকে বোকা ছাড়া দেওয়ার মতো আর কোনো বিশেষন পাইলাম না । আরে ভাই নারী অধিকার রক্ষা করার শপথ নিতে স্কার্ট পরতে হয় নাকি,শার্ট প্যান্ট পইরা শপথ নিলে কি শপথের দাম কম হইতো ? সর্বশেষে ডিয়ার তসলিমা আন্টি পোলারা এখনো অনেক শালীন আর ভদ্র পোশাক পরে,খামখা নারী অধিকার আদায়ের নাম কইরা তাগোরে মাইয়া বানানোর কুনো দরকার নাই ।যদি নারী অধিকার রক্ষা করতেই কন আসেন যে যার নিজের পোশাকেই করি খামখা মাইয়াগোর জামা কাপড় লইয়া টান পারেন ক্যাঁন? খালি মাইয়াগোর পোশাক গায়ে দিলেই যদি নারী অধিকার রক্ষা হইতো তাইলে দুনিয়ার নামী দামী পুরুষ যারা নারী অধিকার আদায়ে সচেতন তারা সবাই শাড়ী পইরা ঘুইরা বেড়াইতো । সো তসলিমা আন্টি কথা কওয়ার আগে পিছে ভাবনা চিন্তা কইরা কইয়েন ।এমনেই নির্বাসিত হইছেন এইরকম আবোল তাবোল প্রলাপ বকলে মানুষ যে কি করবো তা তারাই জানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।