আমাদের কথা খুঁজে নিন

   

অমানবিক

বাগেরহাটে দুই হাজার কলা ও ৩০০ পেঁপে গাছ কেটেছে দুর্বৃত্তরা বাগেরহাট প্রতিনিধি | তারিখ: ১১-০৪-২০১৩ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অসীম পাল (৫৫) নামে এক চাষির দুই হাজার কলাগাছ ও ৩০০ পেঁপেগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের বহরবুলা গ্রামে বলেশ্বর নদের চরে এ ঘটনা ঘটে। অসীম পাল জানান, ওই চরে চার বিঘা খাসজমি স্থায়ী বন্দোবস্ত নিয়ে তিনি সেখানে চিংড়িঘের এবং কলা ও পেঁপে চাষ করেছিলেন। কলা ও পেঁপেগাছ কাটায় তাঁর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ ঘটনার জন্য পাশের বনগ্রাম গ্রামের তৌহিদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।

অসীম আরও জানান, তৌহিদুল বেশ কিছুদিন ধরে এই জমিটি জোর করে দখলের চেষ্টা করছিলেন। প্রায় দেড় মাস আগে তৌহিদুল জমি দখলের ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। গত মঙ্গলবার সকালে তৌহিদুল কয়েকজন শ্রমিক নিয়ে ওই জমির ঘেরের মাটি কাটতে এলে তিনি স্থানীয় মহিষপুরা পুলিশ ফাঁড়িকে ঘটনাটি জানান। পরে জমিসংক্রান্ত কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ তৌহিদুলকে জমি থেকে সরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তৌহিদুল রাতে এ ঘটনা ঘটিয়েছেন বলে তিনি সন্দেহ করছেন।

তবে তৌহিদুল ইসলাম কলা ও পেঁপেগাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। মহিষপুরা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বলেন, ‘তৌহিদুল লোকজন নিয়ে গত মঙ্গলবার ওই জমিতে চিংড়িঘেরের মাটি কাটতে এসেছিলেন। কিন্তু জমির মালিকানাসংক্রান্ত কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পুলিশ তাঁকে বাধা দেয়। এখন গাছ কাটার ঘটনায় স্বাভাবিকভাবেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাঁকে সন্দেহ করছেন। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে দেখব।

’ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।