আমাদের কথা খুঁজে নিন

   

ইলিয়াসের মায়ের আহাজারি : ‘যারা আমার ছেলেকে গুম করেছে, তাদের সন্তানদেরও যেন একই পরিণতি হয়’

কৃষক বান্ধব কৃষিনীতি চাই থামছে না ইলিয়াস আলীর মায়ের কান্না। বৃদ্ধ মা সূর্যবান বিবি ছেলের শোকে বিছানায় শুয়ে কাঁদছেন আর দোয়া করছেন। শুধু কান্নাই নয়, প্রিয় সন্তানের জন্য কোরআন খতম, খতমে খাজেগান, দোয়া ইউনুস খতমসহ বিভিন্ন দোয়ার মাহফিল অব্যাহত রেখেছেন বাড়িতে। গতকালও সিলেটের বিশ্বনাথের রামধানায় গ্রামের বাড়িতে পবিত্র খতমে কোরআনের আয়োজন করা হয়েছিল। খতমে কোরআন শেষে দোয়ায় ইলিয়াস আলীর মায়ের আহাজারি ছিল—যারা তার ছেলেকে গুম করেছে, তাদের সন্তানদেরও যেন একই পরিণতি ভোগ করতে হয়।

তাদেরও যেন আল্লাহ বুঝিয়ে দেন সন্তানকে গুম করার কষ্ট কত বেদনা দেয়। আল্লাহর কাছে ফরিয়াদ করে তিনি বলেন, যারা তার সন্তানকে গুম করেছে, তারাও যেন দুনিয়ায় অনুধাবন করে সন্তান গুম হওয়ার খবর শুনলে কেমন লাগে। একই দোয়ার আয়োজন করা হয় হবিগঞ্জের মুরারবন্দে অবস্থিত সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিনের মাজারেও। গত ১৭ এপ্রিল গভীর রাতে ইলিয়াস আলীকে ঢাকার বনানীর ২ নম্বর সড়কে পার্কের সামনে থেকে অপহরণ করা হয়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরাই ইলিয়াস আলী ও তার গাড়ির ড্রাইভার আনসার আলীকে অপহরণের পর গুম করেছে।

এই গুমের ঘটনার পর থেকে ইলিয়াস আলীর মা গ্রামের বাড়িতে শুধুই কাঁদছেন। ছেলেকে ফিরিয়ে দিতে নানা আহাজারি করছেন। আল্লাহর কাছে তার একটাই ফরিয়াদ—প্রিয় সন্তান ইলিয়াস আলী যেন ফিরে আসে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.