আমাদের কথা খুঁজে নিন

   

পারিনা লিখতে ----

আমি আকাশ ছুঁতে চাই --- ***আমার সোনা বাবা কে নিয়ে কিছু একটু লিখার শখ আমার অনেক দিনের --- কিন্তু বার বার ৮/১০ লাইন-এর বেশি লিখতে পারি না - ও টুকু লিখতেই --- লিখা গুলো কেমন ঝাপসা হয়ে যায় , মাথা গুলাতে থাকে- বুকের ভিতর টনটনে ব্যথা অনুভব করতে থাকি - আর আকাশ ভেঙ্গে কা...ন্না আসে - আমি বুঝিনা -কোথা থেকে এতো কষ্ট এসে আমায় ও ভাবে চেপে ধরে - আমি--- -- --!! আমি আর কিছুই লিখতে পারি না ----- তবে কি আমি কোন দিনই পারবোনা কিছু লিখতে - আমার প্রিয় মানুষ টির কোন কথা !!??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।