আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রীদের কেক খাওয়া নিষিদ্ধ

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক কর্মী-সমর্থকদের সম্মুখে মন্ত্রীদের কেক খাওয়া নিষিদ্ধ ঘোষণা করল দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। কারও একান্তই খাওয়ার ইচ্ছা হলে বাসায় বসে খাবেন। সবার জন্য কেক খাওয়ার ব্যবস্থা করতে পারলেই কেবল নেতারা সেটি খেতে পারবেন। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দলের শতবর্ষ উদযাপন কর্মসূচিতে মন্ত্রীরা কেক খাবেন, আর কর্মীরা তা চেয়ে চেয়ে দেখবেন, এমন বৈসাদৃশ্য ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশটির সিটি পত্রিকায় প্রকাশিত গতকালের প্রতিবেদনে এসব জানা যায়।

চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও এএনসির প্রধান জ্যাকব জুমার সভাপতিত্বে নির্বাহী কমিটির এক বৈঠকে এএনসি এ সিদ্ধান্ত নেয়। ২০১৩ সালে দলের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে বৈঠক ছিল এটি। এতে বলা হয়েছে, অনুষ্ঠানে আগত দেড় লাখ নেতার সবাইকে কেক খাওয়ানো সম্ভব নয়। তাই ঊর্ধ্বতন নেতাদেরও সেটি পরিহার করবেন। তবে দলের এমন সিদ্ধান্তে নেতাদের অনেকেই হতাশ হয়েছেন।

এ বিষয়ে পার্টির মুখপাত্র বলেছেন, মার্চের বৈঠকের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করছে এএনসি। সূত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.