আমাদের কথা খুঁজে নিন

   

‘অচিরেই মন্ত্রীদের পদত্যাগ’

শেখ হাসিনার সরকারের এই সদস্য বলেছেন, “অচিরেই বর্তমান মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগপত্র জমা দেবেন। তারপর অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা গঠনের কাজ শুরু করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ”
নির্বাচনকালীন সরকার নিয়ে বিরোধী দলের সঙ্গে দ্বন্দ্বের মধ্যে সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর এগিয়ে যাওয়ার ইঙ্গিতের প্রেক্ষাপটে শনিবার এক আলোচনা সভায় একথা বলেছেন সুরঞ্জিত।
আগামী ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচনকালীন এই সরকারকে ‘অন্তর্বর্তী’ সরকার বোঝাচ্ছেন সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য সুরঞ্জিত।


‘অন্তর্বর্তী’ মন্ত্রিসভার সদস্য কতজন হবে, সে বিষয়ে সরকারি কোনো বক্তব্য এখনো পাওয়া না গেলেও আওয়ামী লীগ নেতাদের ইঙ্গিত, তা ১০ সদস্যের মধ্যে সীমাবদ্ধ হতে পারে।
নির্দলীয় সরকার প্রতিষ্ঠার দাবিতে বিরোধী দলের নতুন কর্মসূচি ঘোষণার দিনই অন্তর্বর্তী মন্ত্রিসভার কথা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় বললেন সুরঞ্জিত।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে রোববার বাংলাদেশ ফটোজার্নালিস্ট ইউনিটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল আগামী ৪-৬ নভেম্বর পর্যন্ত ৬০ ঘণ্টার হরতাল ডেকেছে।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে রোববার বাংলাদেশ ফটোজার্নালিস্ট ইউনিটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।


নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন শেখ হাসিনা।   
দুই দিন আগে এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছিলেন, সর্বদলীয় সরকার গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তবে সর্বদলীয় সরকারের বিষয়ে বিরোধী দল সম্মত নয়। তারা নির্দলীয় সরকারের প্রশ্নে অনড় অবস্থান নিয়েছে।  


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.