আমাদের কথা খুঁজে নিন

   

হিলারী ক্লিনটন, গণতন্ত্রের ছবক ও গরিবের বউ সকলের ভাবি।

হরবোলা পার্টিকল থিওরী, গ্র্যান্ড ইউনিফাইড থিওরী ও স্ট্রিং থিওরী ভবিষ্যদ্বাণী করে যে, ম্যাগনেটিক মনপোলের অস্তিত্ব আছে। কিন্তু উপসংহার টানার মত পরীক্ষামূলক সত্যতা পাওয়া যায় নি। দন্ডচুম্বকের চুম্বকত্ব ও বিদ্যুৎচুম্বক ম্যাগনেটিক মনপোল থেকে উৎপন্ন হতে পারে না। মনে করা হয় পৃথিবীর উত্তর দক্ষিণ মেরুর সাথে সামান্য কোণে একটি দন্ড চুম্বক শায়িত আছে। তাই মুক্তভাবে ঝুলন্ত চুম্বক উত্তর দক্ষিণ মুখ করে থাকে।

ম্যাগনেটিক মনপোল থাক আর না থাক, কিন্তু বর্তমানে মনপোল বিশ্বব্যবস্থা বিরাজ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই দ্বিমেরুক বিশ্বব্যবস্থা চালু হয়। যথাঃ সমাজতান্ত্রিক মেরু(বলয়) ও পুঁজিবাদী মেরু(বলয়)। দ্বিমেরুক বিশ্বব্যবস্থায় চেক্ অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা ছিল। সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিমেরুক বিশ্বব্যবস্থা ভেঙ্গে পড়ে।

এখন মনপোল বিশ্বব্যবস্থার একমাত্র মেরু যুক্তরাষ্ট্র। বিশ্ব মোড়ল এই রাষ্ট্রটি পুঁজিবাদী সমাজব্যবস্থার ধারক ও বাহক। তাই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার এদেশটি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রটির পররাষ্ট্রমন্ত্রী হিলারী রডহ্যাম ক্লিনটন বর্তমানে স্বল্পোন্নত দেশের প্রতিনিধিত্বকারী বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করছেন। দেখা করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও বিরুধীদলীয় নেত্রীর সাথে।

এমনকি আমাদের সুশীল সমাজের সাথেও। কুশীল সমাজ তথা খেটে খাওয়া মানুষের কি সে সাধ ও সাধ্যি আছে। আমাদের নেতা-নেত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিগণ রাজ্যের সকল অভাব, অভিযোগ ও না পাওয়ার বেদনা তিনার নিকট বয়ান করে আত্নতৃপ্তি লাভ করেছেন। আমাদের ছোট্টমণি সাইয়ানা নাওয়ালও তিনার সাথে দেখা করে বাবাকে ফিরে পাওয়ার আরজি করেছে। তিনার কৃপাদৃষ্টি স্বর্গসৃষ্টি করতে পারে।

কিন্তু মাননীয় তিনা আমাদের ঘনতন্ত্রের(গণতন্ত্রের) ছবক দিয়ে খালাছ। তিনার ছবক ও দমক নিম্নরুপ- ছবক ১। বাংলাদশের উন্নয়নের স্বার্থে সরকারসহ সকল রাজনৈতিক দলকে মতপার্থক্য দূর করতে হবে। (প্রতিদিন হাজারবার শুনি) ছবক ২। গণতন্ত্রের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।

(এই কাজটি যুক্তরাষ্ট্র সদাসর্বদা করে থাকে) ছবক ৩। গুম ও হত্যাকান্ডের ঘটনা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। (কিন্তু বঙ্গবন্ধুর খুনিরা যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকে) ছবক ৪। আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য করতে হবে। (আমাদের কুদ্দুছ চাচাও তাই দাবী করেন) ছবক ৫।

সম্ভাবণার সুফল পেতে একযোগে কাজ করতে হবে। (আমাদের গেঁদু চাচাও এই কথা বুঝেন) দমকঃ বাংলাদেশেকে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেখতে চাই। মাননীয়া, এই অধমের বেয়াদপি মাপ করবেন। আমাদের করিম ও ছলিমেরা পেটের ক্ষিধায় ঘনতন্ত্র(গণতন্ত্র)চিবায় খায়। তাই এদেশে কার্যকর ঘনতন্ত্র(গণতন্ত্র) প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

সুশীল সমাজের পেটে ভাত আছে, মনে সুখ আছে, গণতন্ত্রের ছবক গিলিবার মত মুখ আছে। আমরা পোঁড়ারমুখী কুশীল সমাজের পেটে জৈষ্ঠ্যের খরা চলছে, চলছে কার্তিকের সর্বনাশা ক্ষিধা। মুখখানা ভাত গিলিবার আশায় হা করে আছে। গণতন্ত্রের ছবকে আমাদের সর্বগ্রাসী পেটের ক্ষুধা নাশে না। এই ক্ষুধা মানচিত্র চিবিয়ে খেতে দ্বিধা করে না।

মাননীয় তিনা, আমাদের সুশীল সমাজের কাছে এসব অমৃতসম হলেও কুশীল সমাজের রুচিহীন মুখে এসব গরলসম। আমাদের হাটে-মাঠে ও ঘাটে হরিদাসী থেকে নিত্যানন্দ বাবু পর্যন্ত এসব জানেন। এসব শুনে শুনে আমাদের কানে পঁচন ধরেছে। বিশ্বের ৪৭টি স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। গরীব এদেশটি স্বল্পোন্নত দেশের প্রতিনিধিত্ব করে।

এদেশটির অনেক সম্পদ আছে। তার মধ্যে মানবসম্পদ অন্যতম। তাছাড়া রয়েছে তেল, গ্যাস, খনিজ ও সমুদ্রবন্দর ইত্যাদি, ইত্যাদি। গরীবের সুন্দরী বউ থাকলে সবাই একটু মজা লইবার চায়। মজার মজার কথা শুনিয়ে মন ভুলিয়ে চোখ মারিবার চায়।

গরীবের বউতে সবার অধিকার আছে। গরীবের বউতো সকলের ভাবি। বাঘা বাঘা পদার্থবিদগণ ম্যাগনেটিক মনপোলের অস্তিত্ব প্রমাণ করতে উঠে-পড়ে লাগছেন। ভাইও আপনারা যা খুশি করেন। আমরা কিন্তু মনপোল বিশ্বব্যবস্থা চাই না।

মুক্তি চাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.