আমাদের কথা খুঁজে নিন

   

নায়াগ্রা ফল - হানিমুনের জন্য Perfect জায়গা!

চাই ভালো থাকতে, চাই ভালো রাখতে... যারা নতুন বিয়ে করেছেন, কিংবা এখন ই ভাবছেন হানিমুনটা কোথায় করবেন! নায়াগ্রা জলপ্রপাত আমার চয়েস এখানে। এমন রোমান্টিক দৃশ্য আর পরিবেশ পৃথিবীর খুব বেশি জায়গায় পাবেন না। অসাধারন এক সৃষ্টি সৃষ্টিকর্তার। প্রতিবছর কোটি কোটি লোক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উপভোগ করতে যার প্রকৃতির অসাধারন এই সৌন্দর্যকে। গড়পড়তা হিসেবে প্রতিবছর প্রায় ৩ কোটি দর্শনার্থী আসে এখানে।

মজার ব্যাপার হচ্ছে, এই জলপ্রপাতটা এতই বড় যে এটা একাধারে আমেরিকা এবং কানাডার কিছু অংশ জুড়ে বিস্তৃত। কানাডার অন্টরিও থেকে নিয়ে শুরু করে একেবারে আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত এটার পরিধি। নায়াগ্রা জলপ্রপাত, আসলে ৩টা আলাদা আলাদা বড় জলপ্রপাত এর সমন্বয়ে গঠিত। এই তিনটাকে একসাথেই নায়াগ্রা বলে এবং এটাই উত্তর আমেরিকার সবচেয়ে বড় এবং শক্তিশালী জলপ্রপাত। American Falls, Bridal Veil Falls এবং Canadian Falls (aka Horseshoe Falls) এই তিনটা জলপ্রপাত মিলেই নায়াগ্রা।

আশ্চর্যজনক হলেও সত্য, গড়ে এখান থেকে প্রতি সেকেন্ডে দেড় লক্ষ ঘনফুট পানি প্রবাহিত হয় এবং গ্রীষ্মকালে যখন পানির তীব্রতা সবচেয়ে বেশি থাকে তখন এটা সর্বোচ্চ প্রতি সেকেন্ডে ২ লক্ষ ঘনফুট পানি প্রবাহিত করে। গোট আইল্যান্ড নামের একটা ছোট উপদ্বীপ নায়াগ্রাকে বিভক্ত করেছে আমেরিকা আর কানাডার অংশের। রাতের বেলার আলো আধারীতে নায়াগ্রা জলপ্রপাতের এই অসাধারন সৌন্দর্যটা পৃথিবীর আর কোথায় পাওয়া যাবে। আর মনমুগ্ধকর এই দৃশ্যের জন্যই নায়াগ্রা মানুষের কাছে এত প্রিয়। এর সম্পুর্ণ কিনারের দৈর্ঘ্য ১০৬০ ফুট।

দর্শনার্থীদের জন্য আছে এখানে বাহারী রকমের আয়োজন। আপনি যদি জলপ্রাপাতের ভিতরে কোন ট্রিপ দিতে চান অথবা অনেক উচ্চতা থেকে নায়াগ্রার সৌন্দর্যকে অবলোকন করতে সবকিছুর জন্যই আছে অসাধারন সব ব্যবস্থা। আছে অনেক উচু উচু কিছু ওয়াচ টাওয়ার। সাধারণত গ্রীষ্মকালেই সবচেয়ে বেশি দর্শনার্থী যায় নায়াগ্রাতে। বলা চলে জুলাই মাসেই সবচেয়ে বেশি ভিড় থাকে।

তবে দর্শনার্থীদের জন্য নায়াগ্রার সবগুলো ব্যবস্থা সারা বছর উম্মুক্ত থাকে না শুধুমাত্রই বিশেষ কিছু সময়ের জন্য। আপনি যদি সৌন্দর্য পিয়াসি মানুষ হন, তাইলে আর দেরি করে লাভ নেই। এখনি প্লান করে ফেলুন কখন কবে কিভাবে যাবেন নায়াগ্রার সৌন্দর্য উপভোগ করতে, হানিমুনের আপনার জীবনের সবচেয়ে আনন্দঘন মুহূর্তগুলো কাটানোর জন্য। সুত্রঃ Do You Know?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।