আমাদের কথা খুঁজে নিন

   

ভিয়েতনামে ৯০ কেজি ওজনের টিউমার অপসারণ

ভিয়েতনামে এক ব্যক্তির শরীর থেকে ৯০ কেজি ওজনের টিউমার অপসারণ করেছেন চিকিৎসকরা। ওই ব্যক্তির নিজের ওজনের চেয়েও টিউমারের ওজন বেশি ছিলো । বৃহস্পতিবার ভিয়েতনামের হো চি মিন সিটির ফ্রান্স-ভিয়েতনাম (এফভি) হাসপাতালে ১২ ঘন্টা অস্ত্রোপচারের পর টিউমারটি অপসারণ করা হয়। গুয়েন দুই হাই (৩১) নামের ওই ব্যক্তির ডান পায়ে টিউমারটি হয়েছিলো। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, অস্ত্রোপচার সফল হওয়ার পর হাসপাতালে হাইয়ের পরিবারের সদস্যরা আনন্দে কেঁদে ফেলেন।

তাদের আশঙ্কা ছিলো এতো বড় টিউমার হওয়ায় হাই আর বাঁচবে না। তবে টিউমারটি ক্যান্সার পর্যন্ত গড়ায়নি বলে বেঁচে যায় হাই। চিকিৎসকরা বলেছেন, বিরল একটি জীনগত সমস্যার কারণে হাইয়ের শরীরে টিউমার হয়। তার বয়স যখন চার বছর তখন থেকেই টিউমারটি তার সঙ্গী। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর আকৃতিও বাড়তে থাকে।

এর আগে, ১৭ বছর বয়সে হেই’র পায়ের কিছু অংশ কেটে ফেলা হলেও টিউমারটি বাড়তেই থাকে। টিউমারটির জন্য তার হাঁটাচলা ও ঘুমাতেও সমস্যা হচ্ছিলো। যুক্তরাষ্ট্রের চিকিৎসক ড. ম্যাককে ম্যাককিননের নেতৃত্বে এ অস্ত্রোপচার চালানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের জন্য কোনো ফি নেননি ম্যাককিনন । আর বাকি খরচ হাসপাতালের বিভিন্ন তহবিল থেকে যোগানো হয়েছে।

ম্যাককিনন এর আগে রোমানিয়ার এক নারীর শরীর থেকে ৮০ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করেছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।