আমাদের কথা খুঁজে নিন

   

‎"প্রত্যেক সমাজে অপরাধ ছিল, আছে। অপরাধ থাকবে না, সেটি ভাবার সুযোগ কম।" ::- ডঃ দিপু

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর খুলনায় রোকেয়া (১১) নামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে গণ-ধর্ষণের পর খুন গতকাল ডাঃ দিপু এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক নয়। এছাড়া তিনি বলেছেন, "প্রত্যেক সমাজে অপরাধ ছিল, আছে। অপরাধ থাকবে না, সেটি ভাবার সুযোগ কম। " আসলেই কথা সত্য। পররাষ্ট্রমন্ত্রীর কথাতে বোধহয় উৎসাহিত হয়ে খুলনায় রোকেয়া ওরফে ময়না (১১) নামে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে গণ-ধর্ষণের পর খুন করা হয়েছে।

আর গতবছর ছোটবোনকে এসিডে ঝলসে দেয়ার পর মামলায় স্বাক্ষ্য দেয়ায় আসামীরা জামিন নীয় এসে বড়বোনকে এসিডে ঝলসে দেয় নোয়াখালীতে। আর হরতালে বোমা মারার অভিযোগে মধ্য বয়সী মহিলার কোমর থেতলে দেয়া হয় পুলিশ কাস্টডিতে। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ''দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ ঘটেনি। '' একদম ঠিক কথা ! ১৫ কোটি মানুষের এই দেশে ১০০-১৫০ মানুষ গুম হয়ে যাওয়া বড় কোন ব্যাপার নয় !! আগামীতে যখন কয়েক হাজার হাজার গুম হবে, কিংবা স্বপ্রনোদিত হয়ে আত্বগোপনে চলে যাবে তখন মানবাধীকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হলেও কথা ছিলো!! কিংবা যদি সরকারী দলের কেউ গুম হন( ? ), তবে মানবাধীকারের প্রশ্ন আসবে! দেশের আম জনতা কি আর 'মানব', যে তাদের মানব অধিকার বলে কিছু থাকবে? হে খোদা দয়াময় রাহমান ও রাহীম আমার চোখের আলো নিয়ে দীপু মনির চোখের আলো দাও ফিরিয়ে। গত ২৯ শে এপ্রিল ‘শান্তি ও সামাজিক নিরাপত্তায় অসামান্য অবদানে’র জন্য দীপু মনিকে মাদার তেরেসা পদক দিচ্ছে কলকাতার একটি সংগঠন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.