আমাদের কথা খুঁজে নিন

   

প্রত্যেক জামায়াতীর বিচার চাই ,চাঁদের খুনীর ফাঁসি চাই ।

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী! ইদানিং গভীর রাতে প্রচন্ড রাগ মাথা চাড়া দিয়ে ওঠে । সব জামায়াতী গুলারে সোজা ব্রাশফায়ার করতে মনে চায় । কেন ? তারা যুদ্ধাপরাধী সমর্থন করে বলে তাই ? না । তারা ধর্ম ব্যবসা করে তাই ? না ।

তবে ! তবে কেন এই আক্রোশ ! তারা আমার জীবনে চরম একটি অপূরণীয় ক্ষতি করেছে । তার কোনো শোধ নেই । জোসনা রাতে একাকী সংগীতে ডুবে গিয়ে চাঁদ দেখা আমার অন্যতম ভালোলাগার সময় কিংবা দুজনে গল্প করে যাওয়া চাঁদের আলো ফিকে হবার আগ তক । হাজার বছরের পুরনো হাজারবার দেখা চাঁদটা আমার অতি আপন কেউ । তার সাথে আমি আমার বিরহ - মিলন ,সুখ দুঃখের কত গল্প ।

কখনো উঠোনে ,কখনো বারান্দায় ,কখনো ছাদে । কখনো নদীর সাথে কখনো সাগরের বুকে । যখন যেথায় গিয়েছি সে আমার সাথে হেটে চলেছে । কখনো আমাকে ছেড়ে যায়নি -এক কদমের জন্যও । সবাই বলে চাঁদেরও কলংক থাকে -আমার প্রেমিক চোখে সে কলংক কভু দেখা যায়নি ।

আমি তার দিকে চেয়ে থেকে শুনে গেছি . . চাঁদের হাসির বাঁধ ভেঙেছে কিংবা আধো রাতে যদি অথবা মাঝ রাতে চাঁদ যদি . . মেয়েকে কোলে বসিয়ে বলে গেছি চাঁদের বুড়ির গল্প ,চাঁদ দেখে খাইয়েছি দুধ ভাত ! (মেজাজ খারাপ হয়ে গেছে তাই সংক্ষেপে বলি) বারান্দায় বসে আছি । জোসনায় ডুব সাতার খেলছি । কিন্তু চাঁদের দিকে তাকাতে পারছি না । খালি মনে হয় সাঈদী দেখতাছে ,কিংবা কালো দাগগুলো মিলিয়ে কোনো চেহারা দেখার একটা অটো সাজেশান এসে পড়ে ভিতরে । আমি আমার প্রিয় চাঁদের খুনির ফাঁসি চাই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.