আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মৃত আলো

আপাতত ঘুরপাক খাচ্ছি! ১। সমান্তরাল সমান্তরাল লাইন দুটি মিলিত হয় না কখনো বহুদিন তোমার দেখা নেই আমরা বুঝি সমান্তরালে হাঁটছি একই লাইনের দুটি ভিন্ন পাত বরাবর। মধ্যিখানে যে স্বল্প ফাঁরাক স্লিপার বলে তাকে এই স্লিপার শক্ত কাঠে বানানো টনকে টন ওজন নিজ বুকে ধারণ করে পারাপার করে বিশ্ব সেরা সৃষ্টি--- মানুষ। আমাদের ভালবাসা তবে কি এই শক্ত স্লিপার হাজার জনতা পার করে দিতে দিতে আমরাই পড়ে রইলাম দুই প্রান্তে হাজার মনুষ্যের জোড়া জোড়া চক্ষুর ভীরে হারালাম নিভৃতে। ২।

তুমি ভাল আছো তো! তুমি ভাল আছো তো ধূসর বিকেলের মেয়ে ভাল আছো তো পদ্মাবতীনি-নদীর নারী নীড় ভাঙ্গা পাখির বিষন্নতা-পুরনো মায়া ভাল আছো তো প্রত্যুষগামিনী হঠাৎ কালবোশেখী ঝড়ো হাওয়া বলো ভাল আছো তো স্নিগ্ধ তারা ভাল আছো তো কচুপাতা জল হীরের দ্যুতি স্বর্ণের মূর্তি ঝিনুকের কষ্টে সৃষ্ট মুক্তো বলো একবার শুধু বলো তুমি ভাল আছো তো! ৩। পাতাল ফুঁড়ে আমি মাতাল হয়ে পাতাল ফুঁড়ে যাবো বেতনার্ত হৃদয় নিয়ে তবু গান গাবো না। সকালের সারেগা ভাল লাগে না চাই অঙ্গে ঢেউ তুলে বজ্র ধিতাং আমি কামনা করবো না ছুঁয়ে দেখবো না শুধু চোখ দিয়ে দেখে নিবো সুষমা। দেবী তুমি তাল লয়ের নাচছো বেশ এলোকেশে হেসে হেসে দিচ্ছো পাড়ি রুপ যৌবন সাগর সাগরে সাঁতার পারি না ক্লান্ত দু বাহুতে ক্লেশের দাগ সবাই চায় রুপ সুধা আমি চাই না আমি দূর থেকে দেখে যেতে চাই। উড়িয়ে নেচো না দেখতে দাও পাতাবাহার রুপের পাহাড় নইলে বেতাল হয়ে পাতাল ফুঁড়ে যাবো।

৪। তুমি ভুলে গেছো তুমি ভুলেই গেছো যে একটা স্রোত ছিল তোমায় ভাসিয়ে নিতো মোহনায়--- সাগরে নীল জলে গভীরে সুখের গহবরে প্রাণ থেকে প্রাণ দৃশ্য থেকে দৃশ্য তুমি ভেসে যেতে অকৃত্রিমতার বিবরে। তুমি ভুলে গেছো নির্মল হাওয়া সাত সকালে শিউলী ভোরে সুখের দাওয়া তুমি ভুলে গেছো বসন্তের আগমন যখন তখন হেয়ালী স্রোতে উন্মনা মন। স্রোত নেই সোতরেখা আছে তুমি নেই কাছে সরলরেখার পিছে বক্রতা তোমার নির্বাসন তুমি ভালবেসেছো নিঠুরের আবাহন। ৫।

পরানের গহীনে হাত এক অন্ধকারে ডুবে আছি নির্মল বহুদিন দিশা খুঁজে পাই না নিরাশায় দিন যায় আমার। ভগ্ন হৃদয়ের মাঝে নিশ্চল হ্রদ স্থানু হয়ে আছে কচুরিপানা সূর্যের সোনালী রোদ খেলা করে মাঠে হেসে গড়াগড়ি খায় উঠোনে আমার পা আটকে আছে দ্বারে। ঘরের মায়ায় আপন হয়েছে পর অন্ধকারের স্যাতস্যাতে গন্ধই হয়েছে আপন পরানের গহীনে হাত দিয়ে দেখেছি সেখানে আমিও নেই আর নিজেই নিজের কাছে হয়ে আছি পর। ছবিঃ নিজস্ব এ্যালবাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।