আমাদের কথা খুঁজে নিন

   

বিস্মৃত ইতিহাস

অপসৃয়মান অপরান্হের নিঃসঙ্গ কবি সময় এক আহাম্মক ঘোড়া সে ঘাষ খেতে গিয়ে মানুষের মগজটাই খেয়ে ফেলে তাই ইতিহাস আস্তখূঁড়ে পড়ে থাকে । মানুষ দিব্যি ভূলে বসে সব । মেঠোপথের বাঁকে হঠাৎ দেখা হয়ে গেলে পরে হয়ত আচমকা বলবে ‘’তোমাকে ভূলে গিয়েছিলাম, তুমিতো আছ দিব্যি ঢের সময় যাবৎ আমার বাড়ীর পাশের নেড়ে কুকুরটার মত জিহবা ঝুলিয়ে’’ । তুমি ভারী আজব মেয়ে সেই ঘোড়াটির পিঠে চড়ে তুমি পৌছে গেছ লক্ষ বাতির শহরে হারিয়ে ফেলেছ চোখের আয়ু । তুমি ভূলে গেছ সব নগর বীতশ্রদ্ধ উজবুক আমাকে ও ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।