আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার মানেই কি কসাই???

........ আজকে দেখছি নতুন করে ডাক্তারদের ভিজিট নিয়ে জমজমাট তর্ক শুরু হয়ে গিয়েছে । যারা যারা ডাক্তারদের গুষ্টি উদ্ধার করছেন তারা একটু কষ্ট করে এই পোস্টগুলো খুব মন দিয়ে পড়ে নিন । আসুন মেডিকেলের ভেতরের কথা জানি (এই পোস্টটা পড়তেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলা আছে এখানে) ডাঃ মাখনলাল এমবিবিএস (একজন ডাক্তার কিভাবে তৈরি হয়) চিকিৎসক- রোগী: একটি জটিল মনঃস্তত্ব । মেডিকেলে চান্সের চেয়ে পড়াটা বেশী কঠিন সেটা কি জুনিয়ররা জানে? (মেডিকেলে ভর্তি হওয়ার পর যেভাবে বাস্তবের মাটিতে আছড়ে পড়ে নতুনরা) আসেন ডাক্তার মারি, প্রতি মাইরেই বিপুল সওয়াব! দয়া করে কোন কিছুর ভেতর টা না জেনে বেফাঁস কিছু বলে বসবেন না ... মানুষের কষ্ট হয়... বাহ... বাহ... বহত খুব, ডাক্তারদের একেবারে ধুয়ে দেন আমি বেসরকারী মেডিকেলের একজন ছাত্র বলছি........ উপরোক্ত পোস্টগুলো পড়ুন, নিরপেক্ষ দৃষ্টিতে নিজে বিচার করুন তারপর নিজের মতামত দিন । আগেই ঢালাও মন্তব্য প্রদান করা থেকে বিরত থাকুন । ডাক্তারদের ঠিক করার আগে নিজেরা ঠিক হয়েছেন কিনা সেটা যাচাই করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.