আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল ট্র্যাজেডি : দুর্দিনের বন্ধুকে মানুষ ভুলে যায়

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। সেদিন আমার পরিচিত ১জনার সাথে দেখা। আমাকে পেয়েই সে কেঁদো কেঁদো ভঙ্গিতে তার ১টি শারীরিক সমস্যার কথা ছেড়ে দিল। সে এর প্রতিকার চায়। খুব চিন্তিত।

আমি তাকে আমার জ্ঞানমতো ১টি ওষুধ দিলেম। দুদিন পর দেখা। কোন কথা নেই। তার পরদিন দেখা। কোন কথা নেই।

৪র্থ দিন আমি জিজ্ঞেস কোরেই ফেললাম, 'ভায়া আপনের ছমছ্যার কী খবর? কমছে?' সে বলল, 'হ, কমছে ত'। আমি: তে আমারে যে কইলেন না- আপনের ওষুধ খাইয়া আরাম হইছে? সে: না কিছু কিছু অসুখ আছে ন্যাচারালি এমনেই কয়দিন পরে ভালা হইয়া যায়। আমি: তাইলে কি আপনে ওষুধ খাইতাছেন না? সে: হ, তা খাইতাছি। আমি (মনে মনে, হাজার হোক সিনিয়র মানুষ): তাইলে কেমনে বুঝলি এইটা ওষুধ ছারাও ভালা হইয়া যাইত? আর তাইলে ওষুধই বা খাইতাছছ ক্যা আর ১ম দিন ডরাইয়া কাইন্দাই বা দিতাছিলি ক্যা? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।