আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল টাইম নিউজঃ CTN

ফেসবুক আইডি:নাই

ওবামার সময় পাকিস্তানে ড্রোন বিমান হামলা বেড়েছে আফগানিস্তানে আরো ১৩ হাজার সেনা অনুমোদন ওবামার আফগান মেয়েদের আশার আলো সঞ্চারে কাজ করছে মার্কিন নারীরা নেকাব না পড়ায় সমালোচিত হলেন ’মিস ইন্দোনেশিয়া’ নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ বান কি মুনের কুয়েতের পার্লামেন্টে হিজাব পড়তে অস্বীকৃতি জানালেন ২ নারী মন্ত্রী ওবামা প্রশাসনের অধীনে পাকিস্তানে মার্কিন ড্রোন বিমান হামলার হার বেড়েছে। হোয়াইট হাউসে আঞ্চলিক যুদ্ধ কৌশল পর্যালোচনার সময় বলা হয়েছে ওবামার সময়ই পাকিস্তানের জঙ্গিদের ঘাঁটিতে বিমান হামলা বেড়েছে। ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর এ পর্যন্ত প্রায় ৩৯ বার ড্রোন বিমান হামলা চালানো হয়। তিনি দায়িত্ব নিয়েছেন প্রায় নয় মাস কিন্তু তার আগে বুশ প্রশাসনের সময় দীর্ঘ ১২ মাসে মাত্র ৩৩ বার এমন হামলা চালানো হয়েছিলো বলে জানিয়েছে রয়টার্স। আফগানিস্তানে আরো ১৩ হাজার সেনা অনুমোদন ওবামার অতিরিক্ত ১৩ হাজার সেনা আফগানিস্তানে পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তবে এর আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। গত মার্চে প্রকাশ্যে ঘোঘিত ২১ হাজার সেনা আফগানিস্তানে পাঠানোর ঘোষণার বাইরে এ সেনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হলো। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পত্রিকাটি জানায়, এই অতিরিক্ত সেনারা হচ্ছে প্রাথমিকভাবে সহযোগী বাহিনী। এদের মধ্যে আছে প্রকৌশলী, চিকিৎসা কর্মকর্তা, গোয়েন্দা বিশেষজ্ঞ এবং সামরিক পুলিশ।

যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে ওবামা এ পর্যন্ত মোট ৩৪ হাজার সেনা পাঠানোর অনুমোদন দিলেন। আফগান মেয়েদের আশার আলো সঞ্চারে কাজ করছে মার্কিন নারীরা যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য প্রভূতি বিষয়ে নতুন করে সুন্দর আগামীর স্বপ্নদেখাতে কাজ করছে মার্কিন নারীরা। এসব নারীরা ২০০১ সাল থেকে আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে তালবান জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করেছেন। এদের মধ্যে কেউ সরাসরি আবার কেউ যুদ্ধে সহায়তা করেছেন। কেউবা যুদ্ধরত কোনো মার্কিন সেনার স্ত্রী।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পুলিশ সার্জেন্ট কোয়েজ গার্সিয়া এবং তার বন্ধু কিটি বলেন, আমরা আফগানিস্তানের নারীদের জন্য কাজ করতে চাই। কেননা, দীর্ঘ ৯ বছরের যুদ্ধে এদের মধ্যে অনেকেই তাদের প্রিয়জন হারিয়েছেন। অনেকের শিক্ষা জীবন অসমাপ্ত রয়ে গেছে। অনেক স্ত্রী তার স্বামী হারিয়ে নিঃসঙ্গ জীবন যাপন করছে। কেউ হারিয়েছে তার প্রিয় সন্তান বা প্রিয় ভাই।

আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। তাদের জন্য কাজ করতে চাই। নেকাব না পড়ায় সমালোচিত হলেন ’মিস ইন্দোনেশিয়া’ ইন্দোনেশিয়ায় ৩৭জন প্রতিযোগীর সঙ্গে লড়ে শুক্রবার ’মিস ইন্দোনেশিয়া’ খেতাব জিতেছেন রক্ষণশীল আচেহ প্রদেশের কোরি সানদিউরিভা ( ১৮ )। তবে মুসলিম অধ্যুষিত আচেহ প্রদেশের হয়ে সুন্দরী প্রতিযোগিতায় নেকাব না পড়ার জন্য সমালোচিত হয়েছেন সানদিউরিকা। দেশটির ইসলামি নেতারা তার সমালোচনা করে বলেন, নেকাব না পড়ে তিনি শরিয়া আইন লঙ্ঘন করার পাশাপাশি ইসলামি মূল্যবোধেরও অবমাননা করেছেন।

এ মন্তব্যের প্রেক্ষিতে সানদিউরিকা বিবিসিকে বলেন, সৌন্দর্যের মূলে রয়েছে চুল। তাই তিনি প্রতিযোগিতায় নেকাব পড়ার প্রয়োজন মনে করেননি। নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ বান কি মুনের জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশ্বব্যাপী নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল জাতিসংঘের কায়রো ঘোষণার ১৫ বছর পূর্তিতে এক আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের সারা বিশ্বের নারীদের ক্ষমতায়নে কাজ করা উচিত।

বিশ্বের সকল দেশের নারী অধিকার রক্ষা, লিঙ্গ বৈষম্য দূর করা এবং নারীদের প্রতি যৌন হয়রানি রোধকল্পে একযোগে কাজ করা উচিত। তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি বর্তমান বিশ্বের অন্যতম সমস্যার একটি। আর বিশ্বব্যাপী নারী অধিকার রক্ষা করা গেলে এ সমস্যা থেকে আমরা অনেকটাই রক্ষা পেতে পারি। তিনি বলেন, আমরা ১৯৯৪ সালে অর্থাৎ আজ থেকে ১৫ বছর আগে কায়রো ঘোষণায় যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম। তার কিছুটা অর্জিত হয়েছে।

আবার কিছু বিষয় নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। তার মধ্যে নারী অধিকার রক্ষায় নতুন নীতিমালা গ্রহণ অন্যতম। বান কি মুন বলেন, সমাজের অর্ধেক নারী। আর আমরা যদি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারি, তাদেরকে উপযুক্ত শিক্ষা এবং তাদের অধিকার রক্ষা করতে পারি। তাহলে বিশ্বের চলমান অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে।

আর আমাদের সে লক্ষ্যে কাজ করে যেতে হবে বলে জানান তিনি। এ বিষয়ে জাতিসংঘের ১৮০টি দেশের এ বিষয়ে একযোগে কাজ করার আহ্বান জানান মুন। তিনি বলেন, আমাদের এ ১৮০টি দেশের একই লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। রাশিয়া-চীন সাড়ে ৩ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষরআর কে রকিচীন ও রাশিয়া ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিনের বেইজিং সফরের দ্বিতীয় দিনে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিপত্রে রাশিয়া ও চীনের মধ্যকার বাণিজ্য বিষয়ক ৪০টি ধারা উল্লেখ আছে বলে রাশিয়ার সহকারী প্রধানমন্ত্রী আলেকজান্দার জুকভ জানিয়েছেন। চুক্তিতে রাশিয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে চীনা ব্যাংকগুলো থেকে ৫’শ মিলিয়ন ডলারের দুটি ঋণ দেয়ার কথাও রয়েছে। এ দুটি ঋণের একটি চীনা ডেভেলপমেন্ট ব্যাংক দেবে রাশিয়ার ভেনাসইকোনোম ব্যাংককে। ৫’শ মিলয়ন ডলারের আরেকটি ঋণ এগ্রিকালচারাল ব্যাংক অব চীনা, রাশিয়ার সরকারী ব্যাংক ভিটিবি ব্যাংককে দেবে বলে চুক্তিতে উল্লেখ আছে। তবে জ্বালানি বিষয়ক কোনো চুক্তি এখন পর্যন্ত স্বাক্ষর হয়নি বলেও তিনি জানান।

জুকভ আরো জানান, জ্বালানি বাণিজ্য বিষয়ে চুক্তি স্বাক্ষরের জন্য দু’দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানান, ২০০৯ সালে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। রাশিয়ান সরকার এ অবস্থার উন্নতির জন্য ইতোমধ্যে নানান পদক্ষেপ নিয়েছে। রাশিয়া, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি ব্যবহারকারী দেশ চীনের কাছে আরো বেশি পরিমাণে তেল ও গ্যাস বিক্রয়ের চেষ্টা করছে। ইতোমধ্যে রাশিয়া ও চীনের মধ্যকার বাণিজ্য গত ছয় বছরে বার্ষিক ১০ বিলিয়ন ডলার থেকে বার্ষিক ৫০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

কুয়েতের পার্লামেন্টে হিজাব পড়তে অস্বীকৃতি জানালেন ২ নারী মন্ত্রী কুয়েতের পার্লামেন্টে হিজাব, স্কার্ফ পরিধানে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির দুই নারী মন্ত্রী রোলা দাস্তি এবং আসিল আল আভাধি। এবারই প্রথম কুয়েতের ন্যাশনাল এসেম্বলিতে ৪জন নারী মন্ত্রী নির্বাচিত হয়েছেন। পার্লামেন্টে হিজাব না পরায় শরিয়া আইন লঙ্ঘিত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাদের সহকর্মীরা। এ প্রসঙ্গে রোলা দাস্তি দৈনিক টেলিগ্রাফকে বলেন, একজন নারীকে শপিং মলে অথবা কাজে যাওয়ার ক্ষেত্রে হিজাব পড়ার জন্য বাধ্য করা উচিত নয়। কারণ এটি ইরান অথবা সৌদি আরব নয়।

তারা নারীদের ওপর এরূপ ড্রেস কোড নির্ধারনের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া দেশটির সংবিধানে নারী পুরুষের চলাফেরা এবং মতামতের স্বাধীনতায় কোনো বৈষম্য আরোপ না করার বিষয়ে আহ্বান জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।