আমাদের কথা খুঁজে নিন

   

চামড়াজাত পণ্য এবং লাক্স-চ্যানেল আই

সংশোধনমূলক সমালোচনা গ্রহন করার ইচ্ছে লাক্স আর চ্যানেল আই এর যৌথ উদ্দ্যোগে চামড়ার ব্যবসা আবার শুরু হতে যাচ্ছে। দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা উৎকৃষ্টমানের সুন্দর চামড়াগুলোকে জনসমুখ্যে এনে নানান ভাবে প্রসেস করে এর বিশাল বানিজ্যিক সম্ভবনা এবং দেশের সংস্কৃতির আধুনিকায়নে চামড়ার অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব পুরো জাতির সামনে তুলে ধরা হবে। এমন একটি যুগান্তকারী উদ্দ্যোগকে উৎসাহিত করার জন্যে আমার র্নিলজ্জের মত ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকব, এসএমএস পাঠিয়ে উৎকৃষ্ট চামড়া বাছাই প্রক্রিয়াতে বিচারকদের সাথে অংশ নিব। বাসে, ট্রেনে, অফিসে, কলেজে, আড্ডায় এই চামড়া বাছাই প্রসঙ্গ নিয়ে তুমুল আলোচনার ঝড় উঠবে। একসময় এইসব চামড়াজাত পণ্য তাদের সরূপে আত্নপ্রকাশ করবে।

শীশা, ইয়াবা, হেরোইন, ডিজে পার্টি, নাইট ক্লাব ও পর্ণগ্রাফি'র মত নিত্য নতুন ভার্সন রিলিজ করে আমাদের সংস্কৃতিতে অবদান রাখবে। অবদান রাখবে আমাদের সামগ্রিক অর্থনীতি এবং আপামর যুবকদের যৌবননীতিতেও ! আমরাই তখন আবার বিভিন্ন পত্র পত্রিকায়, ম্যাগাজিনে, ব্লগে এইসব নিউজ হন্যে হয়ে খুঁজে বের করে পড়ব। ইন্টারনেট আতি পাতি করে খুঁজে ভিডিও ডাউনলোড করে দেখবো। ই-মেইলে, ফেসবুকে বন্ধুকে পাঠাবো লিংক, মোবাইল থেকে মোবাইলে ছড়িয়ে দিব চামড়াজাত পণ্য বানিজ্যের খবর। আবারো আলোচনা সমালোচনার ঝড় উঠবে।

ভিডিওর দিকে অপলক তাকিয়ে থেকে লালসার লুল ঝড়িয়ে ছি ছি করব কিছুদিন। মিডিয়া নামক বারবণিতাদের অভয়ারণ্যে বুদ্ধিজীবি নামক কিছু সস্তা পতিতা কিছুক্ষণ গপসপ করে বুদ্ধিখোজা কিছু মানুষকে আরো একটু বিনোদন দিবে। প্রশাসন, সরকার, বিরোধীদল নামক কিছু হিজড়ার উন্মাদ কোমড় দোলানো নৃত্যও দেখবে জাতি। দেখতে দেখতে বছর ঘুরবে, নিত্য নতুন ইস্যু সৃষ্টি হবে। জাতিও মেতে উঠবে সেই ধর্ষণ লিলায়।

বছর ঘুরে চামড়াই হবে এই দেশের অভ্যান্তরীণ প্রধান অর্থকরী সম্পদ। কি আর্শ্চয্য সহনশীল, শীতল মেরদন্ডের এই জাতি !!! -সংগৃহীত (কিল্কাইতে পারেন ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।