আমাদের কথা খুঁজে নিন

   

নির্মলেন্দু গুণের কবিতা

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" নিমলে গুণের কবিতা নিচে তুলে দওয়া হলো: আমি আজকারো র চাইতে আসিনি নিমলে গুণ সমবেত সকলের মতো আমিও গালাপ ল খুব ভালোবাসি, রসকোস পার হ’য় যতে সইসব গালাপের এক গালাপ গতকাল আমাকে বলেছে, আমি যন কবিতায় শখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। শহীদ মিনার থকে খ’স পড়া এক রা ইট গতকাল আমাকে বলেছে আমি যন কবিতায় শখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ল খুব ভালোবাসি, ‘সমকাল’ পার হয়ে যতে যতে সদফোটা এক পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যন কবিতায় শখ মুজিবের কথা বলি।

আমি তাঁর কথা বলতে এসেছি। শাহবাগ এভিনুর ঘূণায়িত জলের ঝণা আতরে আমাকে বলেছে আমি যন কবিতায় শখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারো রে তি পপাত আছে, ভালোবাসা আছে শষ রাতে দখা এক সাহসী গতকাল আমাকে বলেছে, আমি যন কবিতায় শখ মুজিবের কথা বলি। আমি তাঁর কথা বলতে এসেছি।

এই বসরে বটমূলে সমবেত বথিত মানুষগুলো সাী থাক, না-ফাটা কৃ চূড়ার শুভ অত াণের ঐ গাপন মরীগুলো কান পতে শুনুক, আস সায় এই কালো কাকিল জনে যাক -আমার পায়ের তলার পুণ মা ছুঁয়ে আমি আজ সই গালাপের কথা রাখলাম, আজ সই পলাশের কথা রাখলাম, আজ স রে কথা রাখলাম। আমি আজ কারো র চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.