আমাদের কথা খুঁজে নিন

   

নির্মলেন্দু গুণ

FROM MIRPUR DHAKA

তোমার পায়ের নীচে আমিও অমর হবো আমাকে কী মাল্য দেবে দাও। এই নাও আমার যৌতুক, এক বুক রক্তের প্রতিজ্ঞা ধুয়েছি অস্থির আত্না শ্রাবণের জলে, আমিও প্লাবন হবো শুধু চন্দনচর্চিত হাত একবার বুলাও কপালে আমি জলে স্থলে অন্তরীক্ষে উড়াবো গান্ডীব, তোমার পায়ের কাছে নামাবো পাহাড় আমিও অমর হবো, আমাকে কী মাল্য দেবে দাও। পায়ের আংগুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভিতরে আমার কিসের ভয়? কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই করব শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ আমার আংগুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাতে গিয়েছে জড়িয়ে, আমার কিসের ভয়? আমিও অমর হবো, আমাকে কী মাল্য দেবে দাও। এই দেখো অন্তরাত্না মৃত্যুর গর্বে ভরপুর ভোরের শেফালী হয়ে পড়ে আছে ঘাসে আকন্দ ধুন্দুল নয় রফিক বরকত আমি আমারই আত্নার প্রতিভাসে এই দেখো আগ্নেয়াস্ত্র, কোমরে কার্তুজ অস্থি ও মজ্জার মধ্যে আমার বিদ্রোহ আমাকে কী মাল্য দেবে দাও। উদ্ধত কপাল জুড়ে যুদ্ধের রক্তজয়টীকা আমার কিসের ভয়? তোমার পায়ের নীচে আমিও অমর হবো আমাকে কী মাল্য দেবে দাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.