আমাদের কথা খুঁজে নিন

   

সেন্স অফ কম্প-হিউমর !!!

ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালো থেকো উড়ন্ত প্রজাপতি। ১। ক্লাসে স্যার ঢুকে জিঞ্জেস করলেন আজকের পড়া হয়েছে? সবাই জ্বি । শিক্ষক : বলতো শফিক- যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে? শফি : রিলিফ স্যার । শিক্ষক : বলতো রানা-যার মমতা নেই- রানা :চিকিৎসক ।

শিক্ষক : বলতো রাকিব, কথা দিয়ে কথা রাখে না যে- রাকিব : রাজনীতিবিদ । শিক্ষক : বলতো রুবেল-এম্নে এম্নে যা হ্রাস পাচ্ছে- রুবেল : বিবেক । শিক্ষক : বলতো সোহেল-ঘুমিয়ে আছে যা- সোহেল : মানবতা । শিক্ষক : বলতো ফাহাদ- দমন করা যায় না যা- ফাহাদ : সন্ত্রাস । শিক্ষক : বলতো দবীর-যে খাবারে স্বাদ বেশি- আবীর : ঘুষ ।

শিক্ষক : বলতো ফারুক- যার কোন উপায় নেই- ফারুক : জনতা । ================================= ২। পুলা বড় হইতাসে তাই বাপ-মা ঠিক করসে এখন থেইক্যা সেক্সের সুময় হইলে তারা সংকেতে কইবো “টাইপ রাইটার আনো!” একদিন বাপে পুলারে ডাইক্যা কয়: তুমার মারে কও টাইপ রাইটার আনতে। কিসুক্ষণ পুলা আইয়্যা কয়: আম্মায় অহন রানতেসে পরে লইয়া আনবো কইসে। বাপের তো মিজাজ বিলা...!! আবার পোলারে কইলো তুমার মারে কও এক্ষন টাইপ রাইটার আনতে।

আমার এক্ষনই দরকার!! অনেক সময় পরে পুলা আইস্যা কয়: আম্মায় কইসে টাইপ রাইটার রেডী করসে। তুমারে যাইতে কইসে। বাপে চেইত্যা কয়: হারামজাদা !! তুর মারে গিয়া ক' আমার এহন টাইপ রাইটার লাগবোনা...…!!.....↓↓↓ ↓ ↓ ↓ → → → → → → → → আমি হাতেই লেইখ্যা ফালাইসি!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.