আমাদের কথা খুঁজে নিন

   

স্ক্রীন শট নিন এক ক্লিকে mspaint এর ঝামেলা ছাড়া

Few Memories Are Pleasant, Few Memories Hurt You..........। আমরা সবাই কমবেশি প্রয়োজনের তাগিদে screenshot নিয়ে থাকি । যার জন্য প্রথমে print screen কী চাপতে হয় । তারপর mspaint বা অন্য কোন জায়গায় পেস্ট করে সেভ করতে হয় । আরো কত কী ...................? যা বিরক্তিকর ।

আসুন এবার বিকল্প কিছু করার চিন্তা করি । যা আপনাকে এই ঝামেলা থেকে মুক্তি দেবে । মাত্র এক ক্লিকে screenshotও নেয়া হবে আবার save করাও হবে । প্রথমে 130kb এর একটি ফাইল ডাউনলোড করুন এখান থেকে এবার ফাইলটি unzip করুন । এবার ফাইলটির একটি শর্টকাট করুন নিচের ছবির মত ।

এবার ডেস্কটপে এসে শর্টকাট ফাইলটি খুঁজে বের করে তার প্রপার্তিয়েস window নিয়ে আসুন । এবার আপনাকে একটু এডিট করতে হবে । উপরের ছবির target অংশে nircmd.exe এরপরে নিচের লেখাটি হুবহু লিখুন । savescreenshot "d:\screenshot\mahin~$currdate.MM_dd_yyyy$-~$currtime.HH_mm_ss$.png " এবার আপনার ইচ্ছে মত শর্টকাট কী সিলেক্ট করুন । যার দ্বারা কী প্রেস করে স্ক্রীনশট নিতে পারেন ।

ইচ্ছে করলে আইকনও পরিবর্তন করতে পারেন । D ড্রাইভে scrennshot নামে একটা ফোল্ডার তৈরী করুন । এরপর আপনি স্ক্রীনশট নিতে থাকুন । দেখবেন সময়ের নির্ভর করে ফাইল এর নাম পরিবর্তন হবে । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.