আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এক্সপির কয়েকটা লগ অন স্ক্রীন বুট স্ক্রীন ভিজুয়াল স্টাইল আইকন সেট

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!

মানুষেরা ১ লা এপ্রিল হয় ফুল আর আমি হইছি গুল। টেকি লোকজন নামটা শুনে থাকবেন টুন আপ ইউটিলিটি নামক একখানা সফটোয়ার আছে যা দিয়ে নিজের কম্পিউটার অতি দ্রুত অতি ভাল অতি সুস্থ রাখা যায়। তো আমার কম্পিউটারে উহার একখানা কপি ইনিস্টল করা ছিল আগেই। সাত দিন আগে আমারে সে সিগনাল মারিতেছিল যে আমার রেজিষ্ট্রেশন সময় বেশীদিন নাই আরেকটা কিনুন। তো তাহাদের এরুপ মার্কেটিং দেখিয়া আমি নতুন আরেকখান সংগ্রহ করিলাম সেটাপ মারিলাম সেটাপ মারিতে দেরি আছে কিন্তু গুল হইতে দেরি হইল না দেখিতে পাইলাম ইহারা আমার কম্পিউটারকে অতি দ্রুত অতি ভাল অতি সুস্থ রাখার পাশাপাশি ইহাকে কত সুন্দর কত মনোরম কত ঝিলক যুক্ত করা যায় তাহার ব্যবস্থাও তাহারা করিয়া রাখিয়াছে।

তাও আবার বিনা পয়সায় খালি ডাউনলোড করিলেই চলে। আমিতো তাহাদের ভান্ডার দেখিয়া বিশাল আনন্দিত। চটপট কয়েকটা লগ অন স্ক্রীন বুট স্ক্রীন ভিজুয়াল স্টাইল আর কিছু আইকন ধামধুম নামাইয়া ফেললাম। সেটাপ ও করিয়া ফেলসি ভালই লাগতেছে। নীচে ছবি দেখেন আপনিও যদি এরুপ করিতে চান তবে প্রথমে ডাউনলোড করুন টুন আপ ইউটিলিটি-২০১০ এখান থেকে তারপর সেটাপ চালিয়ে দিন সেটাপ শেষ হয়ে গেলে সিরিয়াল কী প্রবেশ করান এরপর এইখান থেকে উইন্ডোজ এক্সপির কয়েকটা লগ অন স্ক্রীন বুট স্ক্রীন ভিজুয়াল স্টাইল আইকন সেট ডাউনলোড করুন আর উপভোগ করুন মজা ডাউনলোড করিলেই চলে।

আমিতো তাহাদের ভান্ডার দেখিয়া বিশাল আনন্দিত। চটপট কয়েকটা লগ অন স্ক্রীন বুট স্ক্রীন ভিজুয়াল স্টাইল আর কিছু আইকন ধামধুম নামাইয়া ফেললাম। সেটাপ ও করিয়া ফেলসি ভালই লাগতেছে। নীচে ছবি দেখেন আপনিও যদি এরুপ করিতে চান তবে প্রথমে ডাউনলোড করুন টুন আপ ইউটিলিটি-২০১০ এখান থেকে তারপর সেটাপ চালিয়ে দিন সেটাপ শেষ হয়ে গেলে সিরিয়াল কী প্রবেশ করান এরপর এইখান থেকে উইন্ডোজ এক্সপির কয়েকটা লগ অন স্ক্রীন বুট স্ক্রীন ভিজুয়াল স্টাইল আইকন সেট ডাউনলোড করুন আর উপভোগ করুন মজা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.