আমাদের কথা খুঁজে নিন

   

আপনার জীবনের তিনটা ইচ্ছা পূরন হবে জানতে পারলে কোন তিনটা জিনিস চাইবেন...???

টেনে হিঁচড়ে ফিরিয়ে নিয়ে যাবো ফেলে আসা অতীতের দিনগুলোতে। বাতাসের চলার গতি রুদ্ধ করে বের করে আনবো ধূলো জমা বিবর্ন সময়টাকে। হাতের মুঠোয় ধরে থাকা ধারালো ছুরির ফলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করবো অসহায় মুহূর্তগুলো। তারপর... অট্টহাসিতে ফেটে পড়বে মুখোশের অন্ত মানুষের জীবনে হাজারো স্বপ্ন থাকে। মানুষ তার স্বপ্নকে জিইয়ে রাখার জন্য হাজারো ত্যাগ তিতিক্ষা পার করে একটু একটু করে তার স্বপ্নের দিকে ধাবিত হয়।

আমার জীবনে কোন স্বপ্ন ছিলনা বললে ভুল হবে। আমিও একটা সময় স্বপ্ন দেখতাম। অন্ধকারাচ্ছন্ন একটা রাতের পর পূব আকাশ রাঙিয়ে নতুন দিনের সূর্য উঠবে। ঝলমলে রোদ উঁকি দিবে মাথার কাছের ছোট্ট বারান্দাটায়। আলসেমি কাটিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে চেয়ারে বসে চায়ের কাপে চুমুক দিতেই মুগ্ধ দৃস্টিতে তাকিয়ে থাকবো বারান্দা ঘেঁসা কৃষ্নচূড়া গাছটার দিকে।

মনের ভুলে হাত বাড়িয়ে ছুঁয়ে দিবো রক্তিম ফুলগুলো। লোকমুখে শুনি মানুষ নাকি কোন স্বপ্ন অথবা আশা ছাড়া বেঁচে থাকতে পারে না। লোকের মুখের কথাকে মিথ্যে প্রমানিত করে এইতো আমি দিব্যি বেঁচে আছি। খুব যে খারাপ আছি তা কিন্তু না। এইতো দিব্যি দিন কেটে যাচ্ছে।

তোমরা বলবে আমি বিষন্ন অথবা হতাশ। আমি বলি আমার মাঝে হতাশার ছিঁটে ফোঁটাও নেই। আসলে কোন কিছু অনুভব করলেই তো আমি হতাশ হব। ক্রমশই আমার অনুভূতিগুলোর সলিল সমাধি হয়েছে। এখন আসি আসল কথায়।

যে জন্য এতদিন পর সামুতে লগইন করলাম এবং লিখতে বসলাম এর নিশ্চয়ই একটা কারন রয়েছে। নাহ আপনাদের ধারনা ভুল ব্লগে ফিরে আসার উদ্দেশ্যে এই পোস্ট নয়। মূলকথায় যাবার আগে একটা কথা নিয়ে বলে নেয়া ভালো সেটা হল আমি মৃত্যুকে কখনো ভয় পাই না। মৃত্যু যখন আসবে তখন দুনিয়ার সকল মায়া কাটিয়ে আমাদের এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এবার আসি মূল কথায়।

গত কয়েক মাস থেকে আমার মাথায় একটা অদ্ভুত ব্যাপার ঘুরপাক খাচ্ছে। সেটা হল পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় এবং আমরা যদি আগে থেকেই এর পূর্বাভাস পাই এবং ঠিক ঐ সময়ে রূপকথার কাহিনীর মত কোন ইচ্ছাপূরনের দৈত্য আপনার সামনে হাজির হয়ে বলে, আপনি আপনার জীবনের তিনটা ইচ্ছা পূরন করতে পারবেন। তখন আপনি আপনার কোন তিনটা ইচ্ছার কথা বলবেন? আমাকে যদি জিজ্ঞেস করতো তবে আমার ইচ্ছাগুলো হতঃ ১. কেউ একজনের কাছে ক্ষমা চাইবো। ২. কেউ একজনের সাথে সারাটা দিন কাটাবো। ৩. কেউ একজনের রক্তে হাত রাঙাবো।

বি.দ্রঃ চিন্তাটা অনেকদিন থেকে মাথায় আসছিলো তাই ব্যাপারটা শেয়ার করলাম। কারো ভালো খারাপ লাগার জন্য নয়। কেউ আজাইরা জ্ঞান দিতে আসবেন না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.