আমাদের কথা খুঁজে নিন

   

সাইক্লোন

আবার জাগবে সমুদ্রদ্বীপ আবার ভীড়বে জাহাজ ভেঙ্গে যাওয়া মাস্তুলে আবার উঠবে পাল। আবার চড়বে শালিখ ভিটেয় খেলবে ছাগলছানা। গাছগুলো হয়ে উঠবে সবুজ গাইবে পাখি গান। কী ভয়ানক তান্ডব নিয়ে এসেছিল সেই রাত, নিমিশে গুড়ালো সাজানো সংসার ভয়াল কড়াল হাত। কোলাহল মুখর সকাল সন্ধ্যা বিরান মরুভূমি, বাজেনা কোথাও দুষ্টামি হাসি , বাঁশের বাঁশিখানি।

বাতাস ভারী হয়েছে এখন দীর্ঘশ্বাস শুনি । ভেসে আসা ঝিনুক বেলাভূমি ছূঁয়ে পরে আছে সারি সারি। খেলনা গড়তে, মুক্তা খুঁজতে নেয় না কেউ আর তুলি। এলোমেলো চড়ে খুঁজে বৃদ্ধ কোথায় জীবন মেলা। বিস্মিত চোখে চেয়ে দেখে দূরে সমুদ্রের নিরবতা।

বাতিঘরে আবার জ্বলবে আলো জ্বালবে নতুন মানুষ ভিটাতে নতুন চালা উঠায়ে থাকবে নতুন লোক সবাই ফিরে আসবে ধীরে আসবে না শুধু তারা কোটি নাগিনীর ক্রদ্ধ রোষে ঘুমিয়ে গিয়েছে যারা। কোনদিন আর বায়না দিবে না লাল রেশমী চুড়ি ধূপছায়া শাড়ি কিনবেনা আর বাঁশখালীর মাঝি। ২৯ শে এপ্রিল ৯০ এর ভয়াল সাইক্লোনের পর সেই সময়ে লিখা। সিলেট থেকে ঢাকা আসছিলাম সেইরাতে। আখাউরার কাছে মনে হলো ট্রেন উল্টে যাবে প্রচণ্ড বাতাস, বৃষ্টি।

পবিরারের সবাই একে অপরকে জড়িয়ে বসেছিলাম। সকালে কমলাপুরে নেমেই বড় বড় হেডিং এ পত্রিকায় দেখলাম সাইক্লোনের ভয়াবহতার খবর । একটা গান লিখেছিলাম, "সাগরপাড়ের মানুষ কান্দে বুক ভরা হাহাকারে কাঁদো দেশবাসী কাঁদো তাদের তরে"...লোকমান হাকিম সুর করেছিলেন। এমনি আরো দুচারটি গান গেয়ে অরণ্য সংস্কৃতিক দলের সাথে ঢাকার পথে পথে হেঁটে অনেক ত্রান সংগ্রহ করে পাঠিয়েছিলাম। কিন্তু যাদের সব হারিয়েছে তাদের ক্ষতি অপূরণিয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.