আমাদের কথা খুঁজে নিন

   

এলআরবি র গানঃ যখন কখনো

শিখাইয়া পিরিতি, করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি কি করি উপায়! বাংলা ব্যান্ড সংগীতের স্বর্ণালী সময় ৯০ এর দশক। এইসময় বিশ্বমানের কিছু রক গান বানিয়েছিল এলআরবি। যখন কখনো গানটি এমনই একটি গান। এই গানটি যদি বাংলা ভাষায় না হয়ে ইংলিশ ভাষায় হতো, আমি নিশ্চিত আজ গানটি লিজেন্ডারী সংগীত হিসেবে বিবেচিত হতো। গানের কথা, সুর, সংগীত আয়োজন - এক কথায় অতুলনীয়। আসুন লিরিকস্ সহ শুনে নেই গানটি, বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে এ এক উজ্জল মাইলফলক!!! যখন কখনো কথাঃ এঞ্জেল শফিক ব্যান্ডঃ এলআরবি ভোকালঃ আইয়ুব বাচ্চু ব্যাকআপ ভোকালঃ এস আই টুটুল যখন কখনো আমি নেই সময়ের ব্যস্ততা ঠিকই আছে যখন কখনো তুমি নেই জীবন যেন জমে থাকা বরফে যখন তুমি আমি কেউ নেই পৃথিবী চলে শুধু গতির আবেগে যখন অনুভূতি সব হারানো তবুও শব্দহীন জীবন থাকে যখন ঘুমগুলো সব পালানো স্বপ্নগুলো ঠিকই জেগে আছে যখন তাই সুখের রংধনু ভাসে আঁধার নামে কারও আকাশে যখনো হয় নতুন প্রেম পুরোনো ঘৃণাও ফিরে আসে যখন সবাই শুধু দুঃখে ভাসে সুখ তখনো জীবন কে ডাকে যখন তাই সবাই ঘরে ফেরে কেউ একজন শুধু ঘর ছাড়ে যখন আমার সবই আছে তখন আমার কিছু নেই যখন আমার কিছু নেই তখন আমার সবই আছে যখন কখনো  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।