আমাদের কথা খুঁজে নিন

   

মাইলস আর এলআরবি কেনই বা ছ্যাচরার মত ”ফিলার” ব্যান্ড হয়ে স্টেডিয়ামে গেল?

দেখতে চাই ধরনী

আমি একটা জিনিস আসলেও বুঝতে পারছি না? মাইলস আর এলআরবি কেনই বা ছ্যাচরার মত ”ফিলার” ব্যান্ড হয়ে স্টেডিয়ামে গেল? তাদের কি স্টেডিমায়ে আগে কোন কনসার্ট হয়নি? নাকি তারা এটাকে বড় একটা প্রাপ্তি মনে করেছিলেন?

বাচ্চু সাহেব যে ভাবে মায়া কান্না কাদছেন এখন ফেসবুুকে, দেখে মনে হয় তার একটু আগে মুসলমানী করা হয়েছে আর বিকালেও তার চোখ দিয়ে পানি ঝরছে। আরে রকস্টাররা বুড়া হইলে গানের গ্লামার বারে আর আপনার গানতো শোনার অবস্তা এখন আর নাই। যতই চাপাচাপি করেন তালি পাবেন না। জানজটের মধ্যে পরে হেটে যাওয়ার প্লান করে কি মনে করেছিলেন আপনি অনেক দ্যাশ প্রেম দেখায়া ফেলছেন? কত বড় আবাল আপনি - আপনার কি মনে হয়না এ.আর রহমানকে কখনও চিন্তা করতে হবে না যে রাস্তায় জাম আছে না নাই? কেননা অর্গানাইজারদের কাজই হলো সেটা। বালের সেন্টি মার্কা কথা বইলা কোন লাভ হবে না।



আর, মাইলস তো রীতি মোত ”সেলফায়ার” করে ওয়াল ভরাইয়া ফেলছিল সেই সকাল থেকে। একটু আগে এটা হলো, একটু পরে এটা হবে। হাহা - এত একসাইটেড হইলে এ আর রহমানের কনসার্ট দেখতে যাইতেন। ভাল দেখে আমার নিজেরই লজ্জা লাগছিল। এটা কি মাইলস? যাতের কনসার্টে বাল ফেলানর জায়গা পর্যন্ত থাকে না?

আপনাদের নিজেদের জন্যই মনে হয় এমন হয়েছিল।

আপনারা নিজেরাই নিজেদের মূল্যায়ন করতে পারেননি - এখন দোষ দিচ্ছেন অন্যদের। আপনা কেমন করে একটা কনসার্টের ফিলার ব্যান্ড হিসেবে গেলেন?

লজ্জা লজ্জা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.