আমাদের কথা খুঁজে নিন

   

মাফ চাই ভাই মাফ! দুহাতে করজোড়ে মাফ চাই

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ আগামীকাল রবিবার! কথাটা ভাবতেই বিতৃষ্ণায় সারাটা সত্ত্বা আন্দোলিত হচ্ছে। ভিষণ একটা ভয় কাজ করছে, চরম সিদ্ধান্তহীনতায় ভুগছি। কি করব, কি খাব, কোথায় যাব? এভাবে কতদিন যাবে? কতকাল আর এভাবে মায়ের বুক খালি হবে? কতজন তার স্বপ্ন পূরণ করার আগে নিজেই নি:শেষ হয়ে যাবে? আর কতজনের রক্তে ভিজবে এই দেশের মাটি? সরকারী দল এখনো জনাবের কোন খোঁজ দেন নি। বিরোধীদল বিকাল ৫টার প্রস্তুতি নিচ্ছে। আর আমি প্রস্তুতি নিচ্ছি অনির্দিষ্ট এক ভবিষ্যতের (নুন্যতম মঙ্গলবার পর্যন্ত)।

বার বার শুধু একটি প্রশ্নই ঘুরেফিরে মনে আসছে- আর কত? কোন ভাবে বেচেঁ থাকলে সে নাহয় এক কথা কিন্তু বেঁচে থাকবো তো? গত সপ্তাহে মরেছে ৫জন (আহত, আটক আর ভাংচুরের কথা বাদ দিলাম)। এবার যে আমি বেঁচে থাকব তার কি নিশ্চয়তা? যে ‌"জনাব" কে ফিরে পাবার জন্য এত কিছুর আয়োজন তাকে নিয়ে এখনো একটা অনিশ্চয়তা আছে হয়তো বেঁচে আছে, কিন্তু গত সপ্তাহে যে ৫জন মারা গেল তাদের মৃত্যু নিয়ে তো কারো কোন সন্দেহ নাই, নাকি আছে? একজনকে খুজতে কতজন হারিয়ে গেল পরপারে সেদিকে কি একটুও নজর দেবার প্রয়োজন নাই? বিশ্বাস করুন, "জনাব"কে আমি চিনি না। তার সঙ্গে আমার কোন লেনদেন কোন কালে ছিল না। তাঁর সম্পর্কে আমার কোন ধারণাও নাই। তবুও তাকে খুজে পাবার আয়োজনে আমার মত সাধারণের সর্বোচ্চ বিনাশের আশঙ্কায় আমি বারংবার ঝুঁকিতে পরছি।

গত হরতালে যখন আমার পাশে একটি গাড়ির টায়ার বিকট স্বপ্নে ফেটে গেল, আর অন্য সবার মত আমিও কিছু না বুঝে উর্ধ্বশ্বাসে জীবন বাঁচাবার আশায় ছুটলাম বিশ্বাস করুন তখন আমিও কিন্তু প্রাণ হারাবার আশঙ্কায় আল্লাহর নাম স্মরণ করেছিলাম। যখন জানলাম ওটা বোমা ছিল না তখন আর সবার মত আমিও বোকার মত হেসেছিলাম (তাতে প্রাণ বেঁচে যাবার প্রশান্তি টুকুও জড়িয়ে ছিল)। আমি মনে প্রাণে বিশ্বাস করি, শুধু "জনাব" নয়, দেশের প্রতিটি হত্যা,গুম, অন্যায়ের প্রতিকার সরকার করবে। বিরোধী দল প্রতিবাদ জানাবে। কিন্তু শুধু একটি অনুরোধ, আমরা(যারা সাধারণ জনগণ- ইচ্ছায় হোক আর অনিচ্ছায়, প্রতিবার আপনাদের ভোট দিই) যাতে হারিয়ে না যাই।

হরতালের দিন সকালে বেরিয়ে রাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরতে পারি তার নিশ্চয়তাটুকু চাই। বিনিময়ে অনেক কিছু দিতে রাজি আছি আপাতত মাফ চাই, সত্যিই মাফ চাই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।