আমাদের কথা খুঁজে নিন

   

SomeWhereInBlog সর্ম্পকে অন্তর চাকমার প্রাক-কথন

আমি অন্তর চাকমা (চাঙমা) । "চাকমা" শব্দের "ক"-এ হসন্ত যোগ করিলাম না । যদি করিতাম তাহলে লেখাটা ভুল দেখাইত বোধ হয় । যে ভুলটা এই ব্লগের নামে দেখা যায় । অনেক আগে এই ব্লগে কিছু উত্তম লেখা দেখিয়াছিলাম ।

ব্লগের লেখা পড়ে মনে মনে ভাবিতাম আমিও একদিন এই ব্লগে লিখিব । এভাবে দিনাতিপাত করিতে লাগিলাম । অদ্য পবিত্র 28-4-2012ইং তারিখে ভগবান বুদ্ধের নামে আরম্ভ করিলাম । কারণ অদ্য থেকে আমি ব্রহ্মচারী হইলাম । অন্তর চাকমা সকল প্রাণী সুখী হোক ।

সকল প্রাণী সকল প্রকার দুঃখ হতে মুক্তি লাভ করুক । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।